গ্রহের সংসার ও পরমাণুকাল

গ্রহের সংসার ও পরমাণুকাল

ক .

পুনরায় নূহের প্লাবন থেকে আমিই বেঁচে যাবো। প্রেমহীন তপস্যার রাত চাঁদোয়া হয়ে স্থির থেকে যাবে মাথার উপর। বিধ্বস্ত বৈভব আমাকে সনাক্ত করে দেখাবে প্রত্নদুপুর। চিহ্নিত খলচিত্র আর শোষকদের মমি দেখে দেখে
আমি লিখবো নিমগ্ন নৃতত্ত্বকথা।
যথানিয়মে সাজানো গ্রহের সংসার,সাম্রাজ্য ও সবুজ
সবকিছুই দখল করে নেবে আনবিক পরাশক্তি। ভক্তিবিশ্বাসকামী
রোদ বিরহে দেশান্তরি হবে। আমি থেকে যাবো ধ্বংসের অনন্ত আলোয়
চোখ বুজে আত্মত্যাগী সমুদ্র যেমন সখি খোঁজে- শেষ করে সপ্তম সন্যাস।

খ .

বৈশ্য বাঈজীর চোখ হয়ে জেগে থাকে রাতরহস্য। চাঁদের চারপাশে
ধনতান্ত্রিক ধাতু লিখে নৃত্যপর্বের ষষ্ঠকথন, যন্ত্রস্থ ভাঁজ পরিক্রমায়।
সমাপ্ত যুদ্ধচিহ্ন বুকে নিয়ে আমরা ঢেউসংখ্যা গোনি। শুনি ঐক্য ইন্দ্রিয়ের
গান।পাষাণ- বন্দী বন্দনার আকাশে কমতে থাকে তারা সংখ্যা। একদিন তারাশুন্য হবে ভালোবাসার অসীম নীলায়তন।
প্রেষণ-পোষণে। নিশ্চল নিদ্রার কাছে সমর্পিত ভোরগুলো উড়ে, যাবে
অদূর আকাশে। গেঁথে রবে তারা হয়ে, পাথর যেমন করে শুন্যস্থান পূরন।
ঘুমের ঘনত্ব মেপে অতঃপর এই রহস্যরাত,
লিখে নেবে চাঁদের সম্পূর্ণ স্তনবৃত্তান্ত।

3 thoughts on “গ্রহের সংসার ও পরমাণুকাল

  1. অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

  2. ঘুমের ঘনত্ব মেপে অতঃপর এই রহস্যরাত,
    লিখে নেবে চাঁদের সম্পূর্ণ স্তনবৃত্তান্ত।

    সুন্দর কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।