অবাক জল
নতুনত্ব মেঘ ছুঁয়ে গেলো
আজকের দিনটা- বড়ই অবাক হওয়ার মতো
মনে হলো! সকালে হুন্ডা মেরে দিলো-
আর দুপুরে কলা খেতে দোকান দার
অবাক রাস্তা মোড়, সবুজ লতাপাতা দুললো;
তারপর প্রচন্ড সিংহের হালুম হুলুম শব্দ!
আরেকটু অবাক হওয়ার মতো হলো-
অথচ পিঁপড়ার দল পীষ্ট হয়ে দৃষ্টিগোচর-
স্মৃতির চৌকাঠে অবাক করার মতো
ঝরেই পরলো একবিন্দু শিশির অবাক জল।
২৭ ফাল্গুন ১৪২৫, ১১ মার্চ’১৯
——————————–
বাব্বাহ কবি লিটন ভাই। জীবনানুভূতির কবিতা। দারুণ।
কবিতার শুরুর বর্ণনার দূর্ঘটনা ঘটে থাকলে কবিতায় সমবেদনা জানাচ্ছি কবি।
জ্বি মুরুব্বী দা
অনেক ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——
আজকের দিনটা- বড়ই অবাক হওয়ার মতো। বাকিটা কল্পনা করে নিলাম কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অনেক ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——
দারুন সুন্দর লেখনী
চমৎকার প্রকাশ ! মুগ্ধ হয়ে গেলাম। কবিকে শুভেচ্ছা ।