মানুষের জন্য

মার্চ-১১, ২০১৯ বিকালঃ ৩ঃ২০মি.

মানুষের জন্য
সুখ, দুঃখ ও বস্তুগত যেই শক্তিকেই বুঝানো যাক না কেন-
এসবের কোনো কিছুই আপনার জন্য চিরস্থায়ী নয়।

মজার ব্যপারটা হলো আপনার শরীর ভেঙ্গে যাওয়ার আগেই স্বতঃস্ফূর্তভাবে আপনাকে আপনার পথটি খুঁজে নিতে হবে।

কিন্তু এখানে আপনার পথ হবে দুইটিঃ
একটি সৎ¹ আরেকটি অসৎ²

উপায়ঃ
আপনি যদি অসৎ পথ ধরেন তাহলে আপনার চারপাশের মানুষ খারাপ নজরে দেখবে…

আবার যদি আপনার পথ হয় সৎ তাহলে আপনার চারপাশে আপনার সুনাম ছড়িয়ে পড়বে আর আপনি হবেন আদর্শ ও অনুকরনীয়।

এই পৃথিবী, এই একটিমাত্র
পৃথিবীর খুব সুন্দর ব্যাপারগুলো হচ্ছে জীবনের কোন দুঃখই চিরস্থায়ী না তেমনটি সুখবোধের ব্যাপারেও ওই একটি কথাই আসে।

4 thoughts on “মানুষের জন্য

  1. পৃথিবীর খুব সুন্দর ব্যাপারগুলো হচ্ছে জীবনের কোন দুঃখই চিরস্থায়ী না তেমনটি সুখবোধের ব্যাপারেও ওই একটি কথাই আসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আমাদের পথ হবে দুইটিঃ
    একটি সৎ¹ আরেকটি অসৎ²।

    নিশ্চয়ই্আমরা সততার পথ বেছে নেবো। রিয়ালাইজেশনের জন্য ধন্যবাদ কবি শামীম।

  3. মানুষের সুখ, দুঃখ ও বস্তুগত বিষয়াদি কোনো কিছুই চিরস্থায়ী নয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. চমৎকার সুন্দর উপস্থাপনা।

    মুগ্ধতা রেখে গেলাম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।