চোখদুটো স্ববাক
আমার হাতকড়া খুলে দাও।
মগজের ভেতর দেশপ্রেম
উত্তালতার ছায়া শরীর ঘিরে চোখদুটো স্ববাক,
অক্লান্ত মন চির তারুণ্যে মুদ্রিত
প্রেমের সংগীত গাইতে গাইতে
শহীদ মিনারের দিকে যায়
চারদিক ঘোর, শ্লোকেরছটা মহাশ্মশানে মৃত মহাসুর,
আমি শুনি শব্দবলী পাঠ-অনাবিল গলাফাঁড়া চিৎকার
নদী গায় সমুদ্রের গান, পাখি ছোঁয় আকাশ
রাখালের গোধূলি পশ্চিমাভিমুখ, মগজ হাঁটে ধূলিময় পথঘাট-
______________
১১.০৩.১৯ ইং | ঢাকা।
আপনার শব্দ সমগ্রের সতর্ক ব্যবহার অনুকরণ করার মতো।
অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
অভিনন্দন জানাই
আপনার কবিতা পড়লে আমারও ইচ্ছে এমন সুন্দর করে লিখতে। কিন্তু পারি না।
শুভেচ্ছা কবি টিপু দা। 
অবাক হয়ে আপনার শব্দ গড়া দেখি।
কবিতায় ভালোবাসা রেখে গেলাম প্রিয় কবি। সাথে শুভকামনাও থাকলো।