মোক্ষম চরিত্র

মোক্ষম চরিত্র

বাদ অনুবাদে না জড়িয়ে মেনে নিই আত্মঘাত।
এ ছাড়া আর কি উপায় আছে, বলো?
তোমাকে উলঙ্গ করে
আমি কি করে করবো প্রতিবাদ, প্রতিঘাত!
তুমিও জানতে, যেমন করেই হোক আমি সহে নেবো
অথবা- সহ্য, অসহ্য যাই হোক,
তোমার নাক কাটতে আসবো না কভু।
আমার প্রতি এই অগাধ বিশ্বাসের জন্য তোমাকে অভিনন্দন।
তোমাকে অভিনন্দন!
প্রেম আর জীবনের সাথে পশুবৃত্তি আচরণে বিজয়ী হবার জন্য;
তোমাকে অভিনন্দন!
নগ্ন লীনে বিলীন হতে-অবলীলায় জন্ম দিয়েছো তেরোটি ভগ্ন হৃদয়।
তোমাকে অভিনন্দন!
ধর্মশালার আড়ালে যে নান্দনিক জুয়ার আসর বসিয়েছিলে
তার সফল সম্পন্ন আয়োজনের জন্য! আসলে-
বিস্মিত হলেও আমি আর কষ্ট পাইনি; তুমি তো পাশাই খেলেছ,
প্রেম ভেবে আমি স্বপ্ন বিভোর হলে, তোমার কি আর করার থাকে?
তুমি জলে বিষ মিশাও নি
বিষে জল মিশিয়ে সাজিয়ে রেখেছিলে সুধার পাত্রে
খেলার স্বার্থে
লীলার স্বার্থে তুমি তা করতেই পারো! আমি নিশ্চিন্তে যা গলাধঃকরণ করেছি
তার জন্য তোমাকে দায়ী করা কোন মতেই ঠিক নয়; সুতরাং
তোমাকে অভিনন্দন!
অভিনন্দন বাল্মীকি হাসি হাসতে হাসতে তুমি দংশন করেছো অন্তর গাত্রে!
তোমাকে অভিনন্দন!
সব ক’টা খেলাতে তুমি জিততে পেরেছো
জিততে পেরেছো স্ট্রীট লাইটের নিচে দাঁড়িয়ে থাকা মোক্ষম চরিত্র!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “মোক্ষম চরিত্র

  1. "বিস্মিত হলেও আমি আর কষ্ট পাইনি; তুমি তো পাশাই খেলেছ,
    প্রেম ভেবে আমি স্বপ্ন বিভোর হলে, তোমার কি আর করার থাকে?"

    দারুণ প্রেমময় একটি কবিতা প্রিয় স্যার। অভিনন্দন। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সিরিয়াস গোছের লেখা উপহার দিয়েছেন কবি দা। অনেক সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif আজকাল আপনার উপস্থিতি খুবই কম দেখি। :)

  3. অভিনন্দন কবি দাউদ ভাই। কেমন আছেন। আপনার প্রকাশনায় কেমন সাড়া পেলেন ?

  4. এমন একটা কবিতা উপহার দেওয়ার জন্য কবিকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে শুভকামনা সারাক্ষণ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।