স্মৃতিতে নিমগ্ন গোধূলি
তুমি হও উড়ন্ত মেঘ দল ;
আমি পায়রা হতে চাই মিছে,
ধানশালিকের ঠোঁটে প্রকম্পিত ছোট পোনাদের দল;
চিবুকে মেখে নেই তার রক্ত আভরন।
তুমি দাও কাঁটা ;
আমি ভুল করে তুলে নেই নীলপদ্ম।
তোমার আরশীতে খেলা করে বিস্তীর্ণ হিমালয়,
এখানে আছে ছোট্ট কুঁড়েঘর-
প্রতিদিনের কর্মক্লান্ত অনবসর।
তোমার পৃথিবী ছেয়ে আছে নানান রঙের
আলোর ঝলকানিতে ;
এখানে দীনতা কেবল,
মান হারানো বিষণ্নতা।
মাঘী রাত্রিতে তুমি জ্যোৎস্না বিলাসী ;
আমি স্বপ্নের পায়ে পায়েল পড়াই।
বাস্তবতার খোলা শরীরে তুমি সূঁই গাঁথতে পারো বেশ ;
আমি ভাবি এলোমেলো, সঙ্গতিহীন।
তোমার কাছে যা শুধুই গোধুলি কাব্য ;
আমার কাছে এক প্রকাণ্ড জলাশয়।।
____________________________________________
ছবিতে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর স্মৃতিতে নিমগ্ন গোধূলি।
"তোমার আরশীতে খেলা করে বিস্তীর্ণ হিমালয় …
এখানে আছে ছোট্ট কুঁড়েঘর- প্রতিদিনের কর্মক্লান্ত অনবসর।"
জীবনের দারুণ এক অনুভূতির শব্দালোক তৈরী হয়েছে প্রিয় কবি রোদেলা নীলা।
মুগ্ধতা নিয়ে নিলাম ভাইয়া ।
চমৎকার উপস্থাপন
ধন্যবাদ ভাইয়া।
কী সুন্দর করেই না আপনি লিখেন !! আপনার প্রকাশনাটি এবার কেমন চললো বা পাঠক সাড়া পেলেন জানাবেন দিদি ভাই। ধন্যবাদ।
আমার লেখা আপনার ভালো লাগে এটা জেনে ভীষন ভালো লাগছে। আজকাল কবিতা সব পাঠক নিতে পারেন না, তাই চায়ের কাপে অপেক্ষা বিক্রি হয়েছে কম কিন্তু সমালোচকের দৃষ্টি পেয়েছে বেশি।
স্মৃতিতে নিমগ্ন গোধূলি। বাহ্ দারুণ একটি শিরোনাম আর কথাকাব্য।
সম্পাদক হাই লাইট করে দিলেন বলে লেখকেরো ভালো লাগছে ,ধন্যবাদ।