উল্লাস জুড়ে সেদিন ভীষণ
নেমেছিল হাহাকার,
আনন্দরা কষ্টে যেদিন
করেছিলো চিৎকার!
শান্তি সেদিন অশান্তিকে
জানায় নিমন্ত্রণ,
সুখের পরশ দুখের সাথে
করলে আলিঙ্গন।
ভালোবাসা ডুকরে কাঁদে
ঘৃণা ভালোবেসে,
সফল হওয়া সফলতা
বিফল অবশেষে!
লজ্জা অতি সস্তা তখন
ক্ষণিক সুখের কাছে,
জীবন শুধু মৃত্যুশয্যায়
মরার জন্য বাঁচে!
উল্লাসেরা অশ্রুজলে
ভেসে চলে যায়,
প্রাণের ভয়ে দাম্ভিকতা
পার তলে লুটায়!
সুন্দর মর্মান্তিক হৃদয়বিদীর্ণ করে কবিতা। অসাধারণ উপস্থাপনা।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়
উল্লাসেরা অশ্রুজলে। এটাই যে রীতি। সুন্দর প্রকাশ কবি বাবু ভাই।
অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়
দারুণ কবি বাবু দা।
অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়
লজ্জা অতি সস্তা তখন, ক্ষণিক সুখের কাছে
জীবন শুধু মৃত্যুশয্যায়, মরার জন্য বাঁচে!
অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়