আর কত দূর গেলে …
আমার দুঃখগুলো মুছে যাবে,
চোখের দ্বীপে জ্বলবে জোনাক,
বুকের প্রান্তরে খেলবে ঘাসফড়িঙ নিরলস।
আর কত কাল গেলে …
তোমার হাতে ফুটবে সহস্র গোলাপ,
নিশ্বাসে ঝরবে রজনীগন্ধা,
প্রতিদিন হবে উচ্ছল ‘ভালোবাসা দিবস’।
/ড. মোঃ সফি উদ্দীন
আর কত দূর গেলে …
আমার দুঃখগুলো মুছে যাবে,
চোখের দ্বীপে জ্বলবে জোনাক,
বুকের প্রান্তরে খেলবে ঘাসফড়িঙ নিরলস।
আর কত কাল গেলে …
তোমার হাতে ফুটবে সহস্র গোলাপ,
নিশ্বাসে ঝরবে রজনীগন্ধা,
প্রতিদিন হবে উচ্ছল ‘ভালোবাসা দিবস’।
/ড. মোঃ সফি উদ্দীন
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রতিদিনের উচ্ছল সেই ‘ভালোবাসা দিবস’ এর জন্য অগ্রিম ভালোবাসা কবি।
প্রতিদিন হোক উচ্ছল ‘ভালোবাসা দিবস’।
সুন্দর লেখা প্রিয় কবি দা।
শুভেচ্ছা রইলো কবি।
গোলাপ শুভেচ্ছা কবি।