প্রেম বিপাশা
অর্ধেক জীবন গেল আমার কবিতা ভালবেসে বেসে
বাকী জীবন নয় কেন ?
নিঃশব্দ প্রকৃতি, ততোটাই স্তব্ধ পৃথিবী
নীলাকাশ রাতের খণ্ড খণ্ড মেঘ
ভোরের লাল সূর্যটা বৃষ্টির দিনে ঢাকা পড়ে কেমন করে …
আমার তখন ভাললাগে না
আবার মেঘ বৃষ্টি আলো ছায়ার লুকোচুরি খেলা আমার ভীষণ প্রিয়!
বৃষ্টি ছেড়ে দূরে থাকতে পারি না —
আমার সকাল প্রিয় সন্ধ্যা মধ্যরাত …
মেঘলা বিকেল অন্য রকম এক গল্প হয়ে ওঠে আমার কবিতায় :
সে গল্পের মেয়েটা প্রেম বিপাশা
আর ছেলে …
অলস দুপুরের মেঘ, মেঘ কথার হৃদস্পন্দন!
শিহরণে উত্তাপ ছড়ায়
এক কথায় গল্পটা আমাকে বহুদিন ধরে রক্তাক্ত করছে
আমি কেন গল্পটা একটি জীবন্ত গল্পে রূপ দিচ্ছি না …
গল্পের মেয়েটা এতদিন নীলাভ আকাশের দুঃখ তারা হয়ে ছিল,
মেঘের দেখা পেয়ে এতদিনে —-
একটু একটু করে
সন্ধ্যা, কিম্বা রাত বিরাতে
মেঘের কাছাকাছি শুকতারা হয়ে উঠেছে
প্রেম বিপাশার মুখে এক চিলতে হাসি।
কবে যে চুপচাপ রাতের শুরু হয়েছিল আমি জানি না
না, আমি গল্পের প্রেম বিপাশা আর মেঘের জীবনের প্রথম শুরুর রাতের কথা বলছি ….
প্রেম বিপাশা আর মেঘ ভালবাসার বাঁধনে বাঁধা !
আজ আর ওদের মাঝে কোন দেয়াল নেই
জল ও জ্যোৎস্নায় মাখামাখি ওদের ভালবাসা ;
জ্যোৎস্নাকে শোনাব অপঠিত কবিতার গল্প।
আমি বাকী জীবন কবিতার সাথে থাকতে চাই
প্রবল ভালবাসা থেকে এ টান আমার
শুধু কবিতার জন্য :
গল্প যে ভালবাসি না তা নয় ——
আর উপন্যাস ভাল লাগে কতখানি সে কথা বলার অপেক্ষা রাখে না —
হয়তো প্রেম বিপাশা আর মেঘ
একদিন রোমান্টিক এক উপন্যাস হয়ে উঠবে,
আমার এই কবিতার গল্পে !
________________
14.03.2019
আমার সকাল প্রিয় সন্ধ্যা মধ্যরাত …
মেঘলা বিকেল অন্য রকম এক গল্প হয়ে ওঠে আমার কবিতায় :
সে গল্পের মেয়েটা প্রেম বিপাশা
আর ছেলে …
অলস দুপুরের মেঘ, মেঘ কথার হৃদস্পন্দন!
দারুণ চিত্রিত হয়েছে কবি বোন হাসনাহেনা রানু।
আন্তরিক শুভেচ্ছা কবি দাদা সৌমিত্র চক্রবর্তী।শুভ সকাল।
মুগ্ধ হলাম প্রিয় কবি রানু দি। আপনার প্রতিটি না প্রায় কবিতা বেশ দীর্ঘ হলেও অসাধারণ বাচন ভঙ্গী। ভাল লাগে।
অসংখ্য ধন্যবাদ কবি রিয়া দি''ভাই। অনুপ্রেরণা পেলাম। শুভেচ্ছা নিন।
'কবে যে চুপচাপ রাতের শুরু হয়েছিল আমি জানি না
না, আমি গল্পের প্রেম বিপাশা আর মেঘের জীবনের প্রথম শুরুর রাতের কথা বলছি … প্রেম বিপাশা আর মেঘ ভালবাসার বাঁধনে বাঁধা !' ___ অসাধারণ কবি এবং কবিতা।
মুগ্ধ হলাম আপনার সুন্দর মন্তব্যে। আমাদের সবার প্রিয় কবি আজাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ।
অনেক সুন্দর।
ধন্যবাদ কবি আপা শাকিলা তুবা।শুভেচ্ছা নিন।