ক্যাসিনোর টেবিল

ক্যাসিনোর টেবিল

ক্যাসিনোর টেবিলে
আমাকে যখন ফেরি করা হয়
লজ্জিত হই
নিজের জন্য নয়
উন্মাদ আদমের জন্য

তাদের হায়া খুইয়ে ফেলেছে
উলঙ্গতা ঢাকতে
অর্ধ উলঙ্গ হাওয়ার
হাত থেকে পরিবেশিত
সুরায় স্বস্তি খুঁজে

স্বস্তির বিপরীত প্রান্তে যারা পৌঁছে গেছে
সহজে তারা ফিরতে পারে না
কখনো বক্ষ জুড়ে হাহাকার ধ্বনিত হয়
কিন্তু এই হাহাকার পরিণতি পায় না
অথবা পরিণতির সদিচ্ছা রাখে না

পথ চিনে নিতে হয়, বেখেয়ালে ভুল পথে
হাঁটা হলে, সম্বিৎ ফেরার সাথে সাথে
ফিরে আসো নিজস্ব ট্র্যাকে

যদি ভেবে থাকো ভুল পথেই পৌঁছে যাবে, ভুল
সহজ সরল পথ ছাড়া মঞ্জিলে মকসুদে কেউ
পৌঁছায় নি, তেমন সম্ভাবনা ভাবনার অতীত

ক্যাসিনোর টেবিলে সবসময় আমিই জিতি
আমাকে হারাতে পারে
এমন শক্তি রাখে না আদম

ক্ষণিকের স্বস্তি হতে পারে অর্ধনগ্ন হাওয়া
কিন্তু পরাজিত আদম চিরদিন অক্ষম র’য়ে যায়

তাকে আমি জয়ী ভাবি
যে মাড়াতে পেরেছে আমার মোহ
সহজ সরল পথে যে পৌঁছাতে পেরেছে বাড়ি

সে-ই জয়ী যে ক্যাসিনোর টেবিল ছেড়ে
পারিবারিক বলয়ে ফিরে যায়

পরিবারের হাওয়ার হাত থেকে
এককাপ ধুমায়িত গরম কফি
খেতে খেতে যে পড়ে জীবনের পাণ্ডুলিপি
তার চেয়ে সফল আদম আমি জীবনে দেখিনি

5 thoughts on “ক্যাসিনোর টেবিল

  1. স্বস্তির বিপরীত প্রান্তে যারা পৌঁছে গেছে
    সহজে তারা ফিরতে পারে না …

    দারুণ অনুভূতিময় শাব্দিক প্রকাশ প্রিয় মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. লিখা উপস্থাপনে আপনার সৌন্দর্য্য অনুকরণ করার মতো। শুভেচ্ছা রইলো কবি।

  3. ক্যাসিনোর টেবিলে
    আমাকে যখন ফেরি করা হয়
    লজ্জিত হই
    নিজের জন্য নয়
    উন্মাদ আদমের জন্য। >>> অসাধারণ কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।