মরে যাওয়ার জন্যে একটা কারণ
খুঁজছি, পাচ্ছি না;
যেখানেই যা পাচ্ছি সব খানেই তুমি যূথিকা।
তোমাকে রেখে একা কী করে মরবো বলো।
১৫/০৩/১৯
মরে যাওয়ার জন্যে একটা কারণ
খুঁজছি, পাচ্ছি না;
যেখানেই যা পাচ্ছি সব খানেই তুমি যূথিকা।
তোমাকে রেখে একা কী করে মরবো বলো।
১৫/০৩/১৯
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যূথিকা কে অনুরোধ করবো কবি'র মৃত্যুভ্রম হতে দেবেন না।
আহা যূথিকা !!!
শুভেচ্ছা কবি দা।