নেতা তোমার জন্মদিনে

আজ থেকে একশত বছর আগে,
জন্ম নিয়েছিলে তুমি এই সবুজের দেশে,
শ্যামলিমায় ঘেরা এক সুদুর পল্লী,
পথঘাট চলাচলে নিতান্তই জংলী।

অখ্যাত গ্রামে তুমি এসেছিলে,
এসেছিলে মৃত্যুহীন প্রাণ হাতে নিয়ে,
জন্মভুমি বাংলা, মাতৃভুমি দেশ,
শোষনে খাচ্ছে তখন বেনিয়া বিদেশ।

তুমি এলে বাংলার নদী ঘেরা গ্রামে,
তুমি এলে মধ্যবিত্ত এক যৌথ পরিবারে,
অধিকতা ছিলো না কোন ধন সম্পদে,
নাম ছিলো বংশ আর অভিজাত সম্ভ্রমে।
ধর্ম ছিলো, নীতি ছিলো, ছিলো না ধর্মান্ধতা,
শিক্ষা দিয়েছিলো এক আলোর বারতা।

ফুটবল মাঠ, আর শিশু কিশোরের দল,
নদীর উত্তাল ঢেউ সঙ্গী তোমার,
গায়ের জামা অথবা গোলা থেকে ধান,
বিলিয়ে দিয়ে রক্ষা করো নিজের সন্মান।
ন্যায্য দাবী অথবা অধিকারে পথের আটক,
মন্ত্রী কিম্বা হোমড়াচোমরা সে যেই হোক।
নেই কোন পিছিয়ে আসা, বিফল হওয়া
জীবন বাজী রেখে শুধু এগিয়ে যাওয়া।

বিট্রিশ তাড়াও কিম্বা পাকিস্তানি শাসক,
দিনে দিনে তুমি হয়েছো দেশের নায়ক,
মৃত্যু অথবা অন্ধকার কারাগারের ঘর
ভয় হীন তুমি আরো হয়েছো কঠোর।
দমাতে পারেনি কেউ তোমার সাহস।
অবিচল পথচলায় এই মুক্ত স্বদেশ,
প্রিয় মাতৃভূমি তোমার, স্বাধীন বাংলাদেশ।

মৃত্যুহীন প্রাণ তুমি, মৃত্যু অনুভব,
পঁচাত্তর এর কালো রাত হয়েছে পরাভব।।

8 thoughts on “নেতা তোমার জন্মদিনে

  1. অবিচল পথচলায় এই মুক্ত স্বদেশ,
    প্রিয় মাতৃভূমি তোমার, স্বাধীন বাংলাদেশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মৃত্যুহীন প্রাণ তুমি, মৃত্যু অনুভব,
    পঁচাত্তর এর কালো রাত হয়েছে পরাভব।

  3. অকুতোভয় এই মহামানবের প্রতি শ্রদ্ধা। 

  4. নেতা তোমার জন্মদিনে হৃদয়ের শুভেচ্ছা। 

  5. দুদিন আগেই শুভেচ্ছা জানাতে পেরে ভালো লাগছে মি. কাজী রাশেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  6. সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনকের প্রতি বিনম্র শ্রদ্ধা। 

    প্রিয় লেখককের প্রতি শুভেচ্ছা ভালোবাসা ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।