মধু রাত

বলছি তোমায়- “চলে এসো
আজই সাঁঝের আগে;
তোমারি পথ চেয়ে আছি
বাঁধব অনুরাগে।”

উষ্ণ হৃদয় তৃষিত মন
আসবে বল, রাজি!
প্রেম-বাঁধনে অবরুদ্ধ
করব তোমায় আজি।

সুরভিত রজনিগন্ধা
ছড়াচ্ছে মধুর ঘ্রাণ;
নিদ আসছেনা তুমি হীনা
জেগে তৃষিত প্রাণ।

বসন্ত দিন যাচ্ছে চলে
যাচ্ছে মধুর রাত;
আবার বুঝি আসবে আবার
তুমি হীনা প্রভাত!….

তারার হাটে ঝলমলে এক
নীরব স্বপ্ন জ্বলে;
মধু রাত এই পূর্ণতা পাবে
প্রিয় তুমি এলে।

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

11 thoughts on “মধু রাত

  1. লিখাটি পড়লাম মি. এইচ এম শরীফ। ছড়া বা পদ্য আমার কাছে সবসময়ের পছন্দ। সুতরাং অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আসীম শব্দটা আল্লাহকে ছাড়া অন্য কারো সাথে বেমানান, তবুও বলতে হয়- প্রেরণা দানে আমাদের সুপ্রীয় আজাদ ভাই অসীম।…… . .. 

      .,….হৃদয় থেকে

      প্রীতিময় শুভেচ্ছা জানাই আপনকে supriyo আজাদ ভাই!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

       

  2. 'সুরভিত রজনিগন্ধা
    ছড়াচ্ছে মধুর ঘ্রাণ;
    নিদ আসছেনা তুমি হীনা
    জেগে তৃষিত প্রাণ।'

    আপনার এমন সব সরল লেখা পড়লে মনে ভাল হয়ে যায়। শুভেচ্ছা কবি দা। 

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি বোন রিয়া!

      আন্তরিক শুভেচ্ছা জানবেন।  ভালো থাকুন সর্বদা।

  3. শুধু একবার নয় বারবার পড়া যায় এমন লিখা। অদ্ভুত সরলতা।  

    1. মন্তব্যে মন ভরে গেলো প্রিয় কবি

      তুবা! আন্তরি শুভেচ্ছা জানবেন।

      অনেক অনেক ভালো থাকুন।

  4. অসাধারণ পদ্য শরীফ ভাই। সিম্পল বাট বেস্ট ওয়ান। 

    1. সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম সুমন ভাই। শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন অনেক অনেক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।