বলছি তোমায়- “চলে এসো
আজই সাঁঝের আগে;
তোমারি পথ চেয়ে আছি
বাঁধব অনুরাগে।”
উষ্ণ হৃদয় তৃষিত মন
আসবে বল, রাজি!
প্রেম-বাঁধনে অবরুদ্ধ
করব তোমায় আজি।
সুরভিত রজনিগন্ধা
ছড়াচ্ছে মধুর ঘ্রাণ;
নিদ আসছেনা তুমি হীনা
জেগে তৃষিত প্রাণ।
বসন্ত দিন যাচ্ছে চলে
যাচ্ছে মধুর রাত;
আবার বুঝি আসবে আবার
তুমি হীনা প্রভাত!….
তারার হাটে ঝলমলে এক
নীরব স্বপ্ন জ্বলে;
মধু রাত এই পূর্ণতা পাবে
প্রিয় তুমি এলে।