ওরা কেউ জংগী নয়
ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে যারা হামলে পড়েছিলো
ওরা কেউ জংগী নয়, ওরা অস্ত্রোপচার কারী…..
জংগী হতে হলে মুসলিম হতে হয়…. আরও ক্লিয়ার
করে বলতে গেলে বলতে হয়
পাঞ্জাবি, টুপি, দাড়ি থাকতে হয়., বোরকা, নেকাব পড়তে হয় ..…!!
আমার এসব নিয়ে তেমন কোনো প্রশ্নসেট নেই
মনোবৃত্তির একেবারে তলায় ঘাপটি মেরে থাকা কিছু অবজারভেশন আছে
আমার জানামতে, মানুষ সবকিছু পারে
কেবল ক্ষেতের চারপাশের বেড়া ভেঙে মানুষ হয়ে উঠতে পারে না
ধর্মের বেড়াজালে আটকা পড়ে থাকে
সাদাকালোর দেয়ালে নিজেকে বারবার ভুলে থাকে।
এসব দেখতে দেখতে ক্লান্ত, পরিশ্রান্ত আমি নিজেকেই
কেবল বারবার ভুলে যাই
জন্ম আর মৃত্যু মাঝখানে বুঝিবা আর কোনো সত্য নাই
এ ছাড়া আমার সমস্ত অভিধান জুড়ে আর কোনো
বেদান্তও নাই!!
'ওরা কেউ জংগী নয়, ওরা অস্ত্রোপচার কারী…..
জংগী হতে হলে মুসলিম হতে হয়…. আরও ক্লিয়ার
করে বলতে গেলে বলতে হয়
পাঞ্জাবি, টুপি, দাড়ি থাকতে হয়., বোরকা, নেকাব পড়তে হয়।'
ওরা কোনও ধর্মেরও নয়! ওদের বলে বিধর্মী । ওরা সব ধর্মাবলম্বীদের শত্রু ।
ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে যারা হামলে পড়েছিলো
ওরা কেউ জংগী নয় >>> ওরা সভ্য। ওরা সভ্যতার ধ্বজাধারী।
ওরা কেউ জংগী বা সন্ত্রাসী নয় ওরা মন কালো সাদা মানুষ।
রাষ্ট্রের আইনকে অমান্য করে সশস্ত্র সংগঠিত কোনও বিশেষ গোষ্ঠী হিংসাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত, রাষ্ট্র ও নাগরিকদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধে লিপ্ত সেটাই জঙ্গি সংগঠন, তাদের সদস্যরাই জঙ্গি। এক বা গুটিকয়েক মানুষকে জঙ্গি বলা যায় না। না এদের কোনও বিশেষ কোনও সশস্ত্র সংগঠন আছে, যেখানে তারা যুদ্ধের ট্রেনিং নিয়েছে, না তাদেরকে কোনও বিশেষ সংগঠন থেকে এই আক্রমণে পাঠানো হয়েছে। এদের সরাসরি জঙ্গি বলা যথার্থ নয় বলেই মনে করি। এরা উগ্র বর্ণবাদী। তার বীভৎস প্রকাশ এই ঘটনা। এ ধরণের মনমানসিকতার মানুষ সবখানেই অল্পবিস্তর আছে। সবাই এরকম সশস্ত্র প্রকাশ করে না। ইউরোপ আমেরিকায় অভিবাসন বিরোধী শক্তি ক্রমেই মাথাচাড়া দিচ্ছে। পৃথিবীতে এরকম অশান্তি আরও বাড়বে আগামীতে।
তারপরও কেউ জঙ্গি বলতে চাইলে, বলতেই পারে।
নিন্দা জানাই এই ঘৃণ্য বর্বরোচিত হামলার। অপরাধীর শাস্তি চাই।
ধন্যবাদ।