শূণ্য
একটা পর্দা। দুটি দেহ। এক হতে চেয়েছিল অনেকের সাথে থেকেও। একজনের ভুলের কারণে বিচ্ছিন্ন হল। চাইলেই তাঁরা এক হতে পারে।
দূরত্বটা বেশী ছিল না। কিন্তু সংকোচ ওদের ভিতর এতোটা দুরত্ব এনে দিলো… পর্দার আড়াল থেকেও অ…নে…ক অনেক দূরে সরে গেল তাঁরা। এতোটা দূরে সরে যাবে কল্পনায় ও আসেনি তাদের! এখন ভাবে, পর্দার বাইরেই তো ভাল ছিল!
‘Every time we touch
I get this feeling
Every time we kiss
I swear I can fly
Can’t you feel
My heart beat, so..
I can’t let You go
Want You in my life..’
“মানুষের হৃদয়, বিবেক, স্বপ্ন আর আশা তার সুখ দুঃখ গুলির মতোই মানুষের নিজের কাছে থেকে যায়। কেউ চাইলেই শূণ্য হতে পারে না “- শিহাবকে অনেক আগে কেউ একজন বলেছিল।
সেই থেকে নিজেকে শূণ্য করার চেষ্টায় ব্যতিব্যস্ত রেখেছে শিহাব। হৃদয় আর বিবেকের গলা টিপে ধরে দুঃখগুলো দূরে তাড়াতে চাইছে। সুখগুলো স্বপ্নভঙ্গের কারণে আগেই আশাহীন হয়ে সেই ‘কেউ একজনের’ পিছু পিছু চলে গেলো। সেই থেকে যদিও একা… কিন্তু শূণ্য হতে পেরেছে কি?
_____________
#মামুনের_অণুগল্প
"মানুষের হৃদয়, বিবেক, স্বপ্ন আর আশা তার সুখ দুঃখ গুলির মতোই মানুষের নিজের কাছে থেকে যায়। কেউ চাইলেই শূণ্য হতে পারে না।" শিহাব ঠিকই শুনেছিলো।
ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা…

দারুণ অণুগল্প মহ. আল মামুন ভাই।
আপনার জন্য অনেক ভালোবাসা প্রিয় কবিদা'। অনেক ভালো থাকুন।
যেন অসাধারণ একটি বার্তা উঠে এসেছে। আপনার জন্য একরাশ শুভেচ্ছা প্রিয় গল্প দা।
ধন্যবাদ প্রিয় রিয়াদি'। আপনাদের জন্যও নিরন্তর শুভেচ্ছা। ভালো থাকুন সবাই।

নিরাশা আর হতাশার জীবন! আশা নেই, মনে ব্যথা আছে !
লেখককে ধন্যবাদ।
আশা-নিরাশাকে সাথে নিয়েই চলে জীবন। তাই জীবন এত সুন্দর!
স্বাগতপ্রিয় ভাই আপনাকে।
ভালো অণুগল্প।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা…
সুখগুলোর স্বপ্নভঙ্গ সহসাই ঘটে মামুন ভাই।
জি ভাইয়া, সহমত আপনার সাথে।
স্বাগত আমার ব্লগে। ধন্যবাদ।