ছড়া : লিলিপুট
তুমি ছিলে আয়লাখেকো
এখন পাঁচমাত্রায় লেখো
আগে ছিলে গো খিটকেল
এখন রাধাকৃষ্ণ ফেল
প্রেমে হাপুসহুপুস হিয়া
প্রেফারেবলি পরকিয়া
সেদিন কলজে ছিল পুঁজি
আজ ডর-কে-পিছে বুঝি?
আগে দুমদাড়াক্কা কথা
হালে “নো কমেন্টো” নেতা
ভাষা জমেই গেছে শীতে?
খুশি ঘনিয়ে আসে চিতে —
খোলো টেকিলা, জিম বিম
পূর্বে কেন্দুলি-ছিলিম
তার ধকটা খাঁটি ছিল
আজ ফ্লেভার টিকোলো
আগে জীবন অবধূত
এখন উটের পিঠে উঠেও তোমার…
পুটের পিঠে পুট
অনেকদিন পর শব্দনীড় এ আপনার লিখা। অভিনন্দন প্রিয় কবি চন্দন দা। দারুণ।
দারুণ হয়েছে কবি চন্দন বাবু। কালে ভদ্রে আপনার লেখা পড়তে পারছি। নিয়মিত লিখছেন না যে !!
আগে ছিলে গো খিটকেল
এখন রাধাকৃষ্ণ ফেল
প্রেমে হাপুসহুপুস হিয়া
প্রেফারেবলি পরকিয়া।
সুন্দর। কেমন আছেন চন্দন দা।
খুব ভালো লাগলো কবি।
চমৎকার দাদা।