মায়ের দুধে ভেজাল নাই

মায়ের দুধে ভেজাল নাই

খাদ্যে ভেজাল ঔষধে ভেজাল
ভেজাল ছাড়া তো কিছুই নাই,
ভেজাল ছাড়া এই দুনিয়ায়
কোন জিনিশটা খুঁজে পাই?

ভেজালে ভরা এই দুনিয়ায়
মায়ের বত্রিশনালে ভেজাল নাই!
ভেজাল আছে নদীর পানি
মায়ের দুধে ভেজাল নাই!

নবজাতক শিশু জন্ম নিলে
ডাক্তার কবিরাজ বলে সবাই,
শিশু বাঁচবে মায়ের দুধে
মায়ের দুধে ফরমালিন নাই!

ভেজালে ভরা শাঁক সবজিতে
শিশু খাদ্যেও ভেজাল রয়,
মায়ের দুধ পানে নাকি–
শিশু অনেক হৃষ্টপুষ্ট হয়!

ভেজালে ভরা মাছে ভাতে
বেশি খেলে হয় বুদ্ধিনাশ,
মায়ের দুধ না খেলে শিশু–
বড় হলে হয় সর্বনাশ!

ভেজালে ভরা শিশু খাদ্যে
তারপরও দেখি অভাব নাই,
শিশুকে দাও মায়ের দুধ
মায়ের দুধের বিকল্প নাই।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

15 thoughts on “মায়ের দুধে ভেজাল নাই

  1. ভেজালে ভরা শিশু খাদ্যে
    তারপরও দেখি অভাব নাই,
    শিশুকে দাও মায়ের দুধ
    মায়ের দুধের বিকল্প নাই।

    কথা গুলোন নিঃসন্দেহে সত্য এবং সমাজের জন্য স্লোগান হতে পারে মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনুপ্রেরণা দানে চিরকৃতজ্ঞ। শ্রদ্ধা সহ শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা।

  2. মা। মা এর বিকল্প পৃথিবীতে নাই। জীবন ঘেঁষা লেখা আপনার হাতে ভাল আসে নিতাই দা। :)

    1. মায়ের মতো আপনও কেউ নেই, মায়ের মাঝে ভেজালও নেই শ্রদ্ধেয় রিয়া দিদি। শুভেচ্ছা সহ শুভকামনা রইল।

  3. ভেজালের দুনিয়ায় ঈশ্বর এখনও মানুষকে ছেড়ে যান নি। কিছু কুদরত আজও তিনি নিয়ন্ত্রণ করেন। মা হচ্ছেন অন্যতম প্রধান। অভিনন্দন নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনুপ্রেরণা দানে চিরকৃতজ্ঞ শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। আশা করি ভালো থাকবেন ।

  4. "ভেজালে ভরা মাছে ভাতে
    বেশি খেলে হয় বুদ্ধিনাশ,
    মায়ের দুধ না খেলে শিশু–
    বড় হলে হয় সর্বনাশ!"

    –দারুণ ছন্দে লিখেছেন কবি। 

    1. আপনার সুন্দর মূল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনাকে অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ। আশা করি ভালো থাকবেন ।

    1. মা শব্দটি হচ্ছে নির্ভেজাল। মায়ের হাসি, কান্না, আদর, স্নেহ, ভালোবাসাতেও কোনও ভেজালের ছোঁয়া নেই!

      সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য আমার শ্রদ্ধেয় শাকিলা দিদিকে আন্তরিক ধন্যবাদ।

  5. মায়ের দুধে ভেজাল নাই। কোন মা ভেজাল নন। মা > মা ই।  

    1. মা আমার মা। মায়ের মতন আপনও কেউ নেই! 

      সুন্দর মন্তব্যের অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ অজস্র ।

  6. ঠিক তাই ,তেমনি মায়ের ভালবাসাতেও কোন ভেজাল নেই। পৃথিবীতে মা এক জন হয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।