সৃষ্টিকর্তা বড়ই মহান!
কতো ধর্মের কতো মানুষ
সৃষ্টিকর্তা হলো একজন,
ধর্ম হোক ভিন্ন ভিন্ন
মানুষ মানুষের আপনজন।
তুমি রাজা আমি প্রজা
পার্থক্য শুধু এখানে,
মৃত্যুর পরে চলে যাবো
আমরা সবাই একস্থানে।
কেউ খাচ্ছে কোরমা পোলাও
কেউ পঁচা পান্তাভাত,
কেউ ঘুমায় লেপ তোষকে
কেউ জাগে রাত।
কেউ থাকে দালান কোঠায়
কেউ কাঁদে রাস্তায়,
সবার দিনই যাচ্ছে চলে
সমানভাবে রাত পোহায়।
আমি গরিব তুমি ধনী
রক্তের বর্ণ একরকম,
মানবজাতির হাসি কান্না
হয়না তো দুইরকম!
কেউ বলে আল্লাহ রসূল
কেউ বলে ভগবান,
সবার ডাকে দেয় সাড়া
সৃষ্টিকর্তা বড়ই মহান।
'কেউ বলে আল্লাহ রসূল কেউ বলে ভগবান,
সবার ডাকে দেয় সাড়া সৃষ্টিকর্তা বড়ই মহান।' ___ সত্যই তাই কবি নিতাই বাবু।
আপনার ভালোবাসা আর অনুপ্রেরণায় আমার যত লেখা। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
ভালো কবিতা। অভিনন্দন নিতাই দা।
আপনাকে আন্তরিক ধন্যবাদ । সাথে শুভকামনা। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি ফারুক দাদা।
এটাই বাস্তবতা কবি দা
আপনাকে আন্তরিক ধন্যবাদ । সাথে শুভকামনা। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি আলমগীর সরকার লিটন দাদা।
ঘুম রাজ্যে সবাই সমান। শুভেচ্ছা কবি নিতাই বাবু। সৃষ্টিকর্তা বড়ই মহান।
আমার সৃষ্টিকর্তা বড়ই মহান ।
সুন্দদ মূল্যবান মন্তব্যের জন্য আমার শ্রদ্ধেয় সৌমিত্র দাদাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি।
ধর্ম হোক ভিন্ন ভিন্ন মানুষ মানুষের আপনজন।
এই পৃথিবী নামক গ্রহটিতে আমরা একে অপরের আপনজন । কেউ কারোর পর নয়! কিন্তু আমরা অনেকেই তা মেতে নিতে পারছি না কেন? এটাই আমার বড় দুঃখ শ্রদ্ধেয় কবি সুমন দাদা।
কেউ বলে আল্লাহ রাসূল
কেউ বলে ভগবান,
সবার ডাকে দেয় সাড়া
সৃষ্টিকর্তা বড়ই মহান। ঠিক তাই। আল্লাহ পাকের দয়ার কোন শেষ নেই। চমৎকার সৃষ্টি কবি নিতাই বাবু দাদা।
সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য আমার শ্রদ্ধেয় সম্মানিতা কবি হাসনাহেনা রানু দিদিকে জানাই অজস্র ধন্যবাদ। সাথে শুভকামনাও।
ঘুমের রাজ্যে সবাই এক। আচরণ এক। মনে হয় মৃত্যুর পরে এভাবেই চলে যাবো আমরা সবাই একস্থানে।
সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন।
কতো ধর্মের কতো মানুষ
সৃষ্টিকর্তা হলো একজন,
ধর্ম হোক ভিন্ন ভিন্ন
মানুষ মানুষের আপনজন।
আমরা সবাই একে অপরের আপনজন শ্রদ্ধেয় দিদি। তবে এই পৃথিবীতে কেউ এটা বিশ্বাস করতে চায় না।
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।