কারাবন্দীর কান্না

একটি নদীকে ভালবেসেছি
দু’পাড়ে ছিল তার সুখের নীড়
সেই নদীর পাড়ে নীল আকাশে
নিঝুম দুপুরে গাং চিলেরা করত ভিড়।

কলসি কাঁখে সন্ধ্যা বেলা সে
শামুকের ঘুঙ্গুর বেধে পায়
জল নিতে আসতো ঘাটে
আঁচল উড়িয়ে দখিনা বায়।

সখীদের সাথে হেসে-খেলে,
দু’গালে টোল ফেলে
মুক্ত বলাকার মত চঞ্চল পায়ে
ফিরে যেত বাঁধানো তুলসী তলে।

সন্ধ্যা প্রদীপ জ্বেলে ঘরে
আঁচলে জড়িয়ে দেহলতা
প্রণাম সেরে দেবতায় নীরবে
কি বর চাইতো, জানি সে কথা।

সে ছিল আমার মানসী,
শান্ত নদীর বালুকা বেলায়
তারই সাথে বসে দু’জনে
স্বপ্ন সাগরে ভেসেছি কত স্বপ্ন ভেলায়।

চন্দন টিপে আর সিঁদুরে সেজে
শ্বেত-শুভ্র শাখা হাতে
আসবে সে ঘরে পথ খুঁজে।
ভরে দিবে আমার আঙ্গিনা,
মন মাতানো গন্ধ বিধুর ধুপে
বসন্ত বাসর ছুটে আসবে
দুয়ারে রিনিঝিনি সুরে।

মানুষের সাথে মানুষ হয়ে
ঘর বাধবো মানুষের মত
আমি আর মালতী
মুছে দিব দু,জনার বেদনা যত।

সোনালী প্রেমের বাগানে
ফুটবে নতুন কুড়ি,
বনে বাদারে ঘুরে কুড়িয়ে
আনবে ভরে ফুলের ঝুড়ি।

বসন্ত না আসিতে কাল বৈশাখী
এলো জাতের ঝড় তুলে
হিন্দু মুসলিম আর বৌদ্ধ খৃস্টানের
মিথ্যে ভেদাভেদে মানুষের জাত ভুলে।।

10 thoughts on “কারাবন্দীর কান্না

  1. অদ্যকার লিখা পড়িয়া বুঝিয়া প্রশংসা করিলাম প্রিয় বন্ধু আমার। পূর্ব পোস্টে মন্তব্যের কোন উত্তর পাই নাই। আশা করিব ভালো রহিয়াছেন। জাহাজীয় ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. পূর্বের উত্তর দিলাম এই মাত্র। আপনার প্রশংসা যতনে রক্ষন করিলাম। ভাল্লই আছি তবে অ অবকাশ নাই।

      ধন্যবাদ।   

  2. শুভেচ্ছা কবি খালিদ ভাই।

    আমার একটি লেখা আছে দয়া করে পড়বেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কবিতা পড়লাম। শুভেচ্ছা কবি খালিদ দা। আজ মনে হয় একটু বিরতি পেয়েছেন!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

    1. ঠিক কইছেন দিদি। আসলে সবদিক সামলে উঠতে পারছিনা। সবসময় প্রিয় এই শব্দনীড়ের কথা, বন্ধুদের কথা মনে হয় কিন্তু পেরে উঠিনা।

      শুভকামনা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।