বিয়ে করলে বাচ্চা ফ্রি

সাবান কিনলে শ্যাম্পু ফ্রি
পেষ্ট কিনলে ব্রাশ,
শার্ট কিনলে গেঞ্জি দিচ্ছে
জগের সাথে গ্লাস।

মহিষ কিনলে গরু আর
গরু কিনলে ছাগল,
মুরগী পাবেন ছাগল কিনলে
খুশী ক্রেতা সকল।

মুরগীর সাথে ডিম ফ্রি
ডিমের সাথে খাঁচা,
একটা ধরলে আরেকটা ফ্রি
চলছে কেনাবেচা।

বিরোধীদের মাইর ফ্রি
চামচামিতে পদ,
হিরো কিনলে বাবা ফ্রি
বাবার সাথে মদ।

চা কিনলে কাপ ফ্রি
কাপের সাথে চামচ,
ভর্তি হলেই বই ফ্রি
চলছে ধোলাই মগজ।

জুতা কিনলে মোজা দিবে
মোজায় ফ্রি গন্ধ,
ফোন কিনলে মেমোরি সিম
খরচা নিয়ে দন্ধ।

কিনতে কিনতে পকেট ফাঁকা
প্রেমে টেনশান আচ্ছা,
সংসার করলে খাটনি ফ্রি
বিয়ে করলে বাচ্চা।

12 thoughts on “বিয়ে করলে বাচ্চা ফ্রি

  1. মজার ছড়া পদ্য। অভিনন্দন কবি নূর ইমাম শেখ বাবু। :yes:

    1. ❤️বিনম্র শ্রদ্ধা জানাই সুপ্রিয়❤️

      ভালো থাকবেন।

    1. তাতে কি পার পেয়ে যাবেন প্রিয়? গাছ থাকলে ফল হতে কতক্ষণ?

      পরে না বিপদে পড়ে যান!!!!

  2. অসাধারণ কাব্য। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম।
    প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. ❤️বিনম্র শ্রদ্ধা জানাই সুপ্রিয়❤️

      শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

  3. ঠিকই তো! আমরা তো এখন সবকিছুতেই অনেককিছু ফ্রি পাচ্ছি। অনেকসময় দেখি, বিয়ে করলে সালিও ফ্রি পাওয়ার ঘোষণা । অনেকে আবার পেয়ে থাকে। কেউ আবার নিজের বিবাহিত স্ত্রীর অগোচরে সালির সাথে প্রেম করে। সালিকে নিয়ে পালিয়ে যায়। এরপর শুরু হয় নতুন করে সালি দুলাভাইয়ের নতুন সংসার ।

    লেখককে অজস্র ধন্যবাদ ।

     

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. শুভেচ্ছা কবি বাবু ভাই।

    আমার একটি লেখা আছে দয়া করে পড়বেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ প্রিয়জন।

      যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।

      ভালো থাকুন সর্বক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।