আমাদের এ সময়
আমাদের সবার জন্য
একমুষ্টি খড় বরাদ্দ হয়েছে।
এখন নিম, অশ্বথ্থ এমনকি কৃষ্ণচূড়াও
বিবর্ণ হলুদ…
প্রতিদিন শবেদের ঠিকানায়
পৌঁছায় সচল মানুষ।
এবং আমরা! এবং আমরা!
নিশ্চিন্ত ভ্রমণ ও মিথুন প্রয়াসী…
আমাদের সবার জন্য…
©soumitrachakraborty
আমাদের এ সময়
আমাদের সবার জন্য
একমুষ্টি খড় বরাদ্দ হয়েছে।
এখন নিম, অশ্বথ্থ এমনকি কৃষ্ণচূড়াও
বিবর্ণ হলুদ…
প্রতিদিন শবেদের ঠিকানায়
পৌঁছায় সচল মানুষ।
এবং আমরা! এবং আমরা!
নিশ্চিন্ত ভ্রমণ ও মিথুন প্রয়াসী…
আমাদের সবার জন্য…
©soumitrachakraborty
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"প্রতিদিন শবেদের ঠিকানায়
পৌঁছায় সচল মানুষ।" ___ চিরন্তন সত্যের আলাপ প্রিয় সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ প্রিয় ভাই।
"এখন নিম, অশ্বথ্থ এমনকি কৃষ্ণচূড়াও
বিবর্ণ হলুদ…
প্রতিদিন শবেদের ঠিকানায়
পৌঁছায় সচল মানুষ।"
এর চেয়ে ঘনিষ্ঠ সত্য আর কি হতে পারে।
সঠিক কবি বোন রুকশানা হক।
অসাধারণ।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
লেখাটা আকারে ছোট; কিন্তু ভাবে বিশালত্ব রয়েছে!
রহস্যময়তা সাহিত্যের খুব জরুরি উপাদান যা আপনার লেখায় পাই; এই কবিতায় ভীষণ ভাবে পেলাম।
ভীষণ মুগ্ধ!
ধন্যবাদ প্রিয় ডেজারট ভাই।
অসাধারণ লিখেছেন শ্রদ্ধেয় দাদা। কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা সারাক্ষণ ।
শুভকামনা আপনার জন্যও নিতাই বাবু।
কথায় জানি বোধ ঘষা খেয়ে গেলো কবি দা
সুন্দর মন্তব্য কবি লিটন ভাই।
চমৎকার উপস্থাপন কবি।পাঠে ভাললাগা রেখে গেলাম। শুভ কামনা।
ধন্যবাদ বোন হাসনাহেনা রানু।