তোর কথা আমি ভাবতে চাই না
দুপুর রোদে তোর কথা ভাবলেই মন মেঘলা
মেঘলা বিকেলে তোর কথা মনে এলেই মন বৃষ্টি
বৃষ্টির টাপুর টুপুরে তুই মনে এলেই চারিদিকে ঝড় ওঠে
রাতের বেলায় তোকে মনে করলেই আকাশ চাঁদনি
তোকে খুঁজে না পেলেই চোখ অমাবস্যা
ঘুমঘোর আবেশে তুই মনে এলেই চোখ স্বপ্ন
স্বপ্নে তোকে না পেলেই আমি রাত হই নির্ঘুম চোখে
এমন কেন হয় বলতে পারিস?
একে কি ভালোবাসা বলে?
উঁহু!
তুই তো সেই কবেই বলে দিয়েছিস
– “আমি প্রেম বুঝি না”
– “আমি ভালোবাসতে জানি না”;
তারপর অভিমানে চাঁদ হয়ে গিয়েছিস
আমায় অমাবস্যা করে;
জানিস!
এখন আর আমি তোকে ভাবতে চাই না
তবুও কেন যে মনে আসিস? প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে
যখন তখন মনের ঘরে, সংগোপনে;
আমায় মেঘ করে
বৃষ্টি ঝরে
ঝড় তুলে
স্বপ্ন দিয়ে
আর চোখ কান্না হয়ে;
তোকে ভাববো না ভাববো না জপতে জপতে
আমার দিন কাটে তোকে ভেবে ভেবে
আর রাত কাটে নির্ঘুম চোখে;
একে কি ভালোবাসা বলে? 😞
তোকে ভাববো না ভাববো না জপতে জপতে
আমার দিন কাটে তোকে ভেবে ভেবে
আর রাত কাটে নির্ঘুম চোখে;
একে কি ভালোবাসা বলে? ___ বলে জনাব।
অফুরান শুভেচ্ছা প্রিয় কবি জীবন বাবু।
ঘুমঘোর আবেশে তুই মনে এলেই চোখ স্বপ্ন
স্বপ্নে তোকে না পেলেই আমি রাত হই নির্ঘুম চোখে
এমন কেন হয় বলতে পারিস?
একে কি ভালোবাসা বলে?
নির্বাসনের মানুষ যাযাবর জীবন।