ট্রেনভোমরা

ট্রেনভোমরা

ক’হাজার ছুটছে বিছানা?
কতগুলো আবাসিক স্কুল?
নাকি জেল ঠাসা কয়েদিতে‍!
সেল-এর জানলা রাখা ভুল।
ন’ঘন্টায় হেসেখেলে যাব
সেই পথ ডবল-ডবল
“এখনও শিয়ালদা ঢোকেনি?”
সব মোবাইল অবিরল…

রাগ ঠোঁটে শাপমন্যি আনে?
ভাবো এটা জীবনের ট্রেন
লেট করছে পৌঁছোতে মানেই
যমরাজ ঘুমোতে গেছেন!

4 thoughts on “ট্রেনভোমরা

  1. জীবনের ট্রেন শব্দটি পদ্যকে গম্ভীর করে তুলেছে প্রিয় চন্দন দা। আসলেই তাই।

  2. শব্দ ব্যবহারে সংযম আপনার কবিতার অনন্য বৈশিষ্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।