ব্রেক্সিট

ব্রেক্সিট

বনিবনা হচ্ছিল না ঠিকই
তবু সমঝোতা করে নিয়েছিলাম
অপছন্দের পছন্দ স্বীকার করে
দিনকে দিনের পথে চালিয়ে নিচ্ছিলাম

বিভক্ত মানুষও সামাজিকতা
মেনে নেয়, মেজাজিও
মানিয়ে নেয়, সংসার মানেই আপোষ,
সন্ধি, জীবনে অভ্যস্ততা
চলে আসে, জীবনকে প্রবাহিত হতে
হয়, গন্তব্যে ছুটতে হয়

সংসার মানেই ছুটে চলা,
গন্তব্যে চলা
সন্তান সন্ততি
দুপাড়ের সেতুবন্ধন,
অনেক বিভ্রম চূড়ান্তে পৌঁছায় না
তাদের মুখ চেয়ে, অনেকবার
হারানোর চেষ্টা করেও
ফিরতে হয়েছে, জেনেছিলাম
চাইলেই হারানো যায় না

মনান্তর পরেও ফিরেছি
ভোরের দুয়ার খুলেছি
ভাঙ্গা সেতু মেরামতে দুজনেই
হাত লাগিয়েছি, পুনরায়
শুরু করেছি, সব কিন্তু হারায় নি
কিছু কিছু জমা আছে মায়ার খাতায়
অন্ধকারের উল্টা পিঠে আলো থাকে
বহুবার বহুবর্ণে ফিরে গেছি

এমন কি হলো এখন পরিপূর্ণ
মুক্তির দাবী তোমার, মুক্তি শব্দটা মধুর
কর্ণে আঘাতে আরাম বোধ হয়
চাইলেই কি মুক্তি মিলে, মুক্তি কি
হাতের মোয়া মুখে পুরে
স্বাদ নেয়া যায়, এতো সহজ নয়

ময়ূরী হয়ে পেখম মেলবে, পর্যবেক্ষকের
ভুমিকায় থাকবো, তা হবার না
জল গড়িয়েছে কতটুকু তার পরিমাপ
না করে থামছি না
তিল তিল জড়ো করা কড়িতে
যে আয়না কিনেছিলাম দুজনের
মুখাবয়ব উৎকীর্ণ হয়েছিল
তা চুর্ণ করে অন্য আয়নায় ফেসিয়াল
তা হতে দিতে পারি না

বাকি দিনগুলি যদি যৌথ দিন
নাও হয় তবু ব্রেক্সিট হবে না
বারবার এক্সটেনশনে যাবো
বারবার সংসদ বসাবো,
চূড়ান্ত ত্যাগে সম্মত হবো না

অন্যদের ব্রেক্সিট হউক, অন্যরা
সংসদ পাশ কাটাক,
সংসার বিশ্বাসী, আইন বিশ্বাসী
আইনের গত্যন্তর সিদ্ধ হবে না

মুক্তি শব্দটা আপাতত উহ্য থাকুক,
ব্রেক্সিট ঝুলে থাকুক হাজার বছর
মুক্তির মুক্তি হবে না
আমি বারংবার
রোদ্রবারের চেষ্টা করে যাবো

3 thoughts on “ব্রেক্সিট

  1. মুক্তির মুক্তি হবে না, আমি বারংবার
    রোদ্রবারের চেষ্টা করে যাবো। _____  সেই ভালো। ধন্যবাদ প্রিয় মকসুদ ভাই।

  2. ব্রেক্সিট হয়ে পড়েছে গলার কাঁটা। কবিতায় শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।