শ্রেষ্ঠ বিচারক বিধাতা!
স্বার্থের ধান্ধায় বেহুঁশ হয়ে
পরকে কেন ঠকাচ্ছিস?
একদিন তোমার যেতেই হবে
একবার ভেবে দেখেছিস?
ভবের মায়ায় ডুবে থেকে
পরনিন্দায় থাকিস মন,
এক সেকেন্ডের নেই ভরসা
নিশ্বাস থাকবে কতক্ষণ?
এই দুনিয়ার কেউ থাকবেনা
ফকির সাধু অলিগণ,
রাজা বাদশা চলে গেল
ছেড়ে দিয়ে সিংহাসন।
কেবা ধনী কেবা গরিব
জানে মহান দয়াময়,
কেবা পাপী কেবা তাপী
কর্মফলে বিচার হয়!
এসেছ একা যাবেও একা
সঙ্গের সাথী সততা,
পাপ পুণ্যের বিচার করে
শ্রেষ্ঠ বিচারক বিধাতা।
বোধময় প্রকাশ কবি দা
আমরা সবসময়ই একে অপরের সমালোচনায় লিপ্ত থাকি। অথচ নিজের চরিত্রের দিকে একটু ফিরেও দেখি না। নিজের অসৎকর্ম নিয়েও একটু ভেবে দেখি না। তা কি ঠিক? আমি শুধু আমার নিজকে নিয়েই বেশি ভাবি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
'এই দুনিয়ার কেউ থাকবেনা ফকির সাধু অলিগণ,
রাজা বাদশা চলে গেল … ছেড়ে দিয়ে সিংহাসন।'
এটাই সবচেয়ে বড় সত্য উক্তি। অসামান্য কবি মি. নিতাই বাবু।
আমিও একদিন থাকবো না শ্রদ্ধেয় কবি দাদা। আপনার সুন্দর মূল্যবান মন্তব্যে আমি সবসময়ই অনুপ্রাণিত হই।
আশা করি ভালো থাকবেন সবসময় ।
ঈশ্বর শ্রেষ্ঠ বিচারক ! অন্যথা নেই। শুভেচ্ছা জানবেন কবি নিতাই বাবু।
সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য আমার শ্রদ্ধেয় প্রিয় কবি সৌমিত্র দাদাকে অজস্র ধন্যবাদ ।
এসেছ একা যাবেও একা
সঙ্গের সাথী সততা,
পাপ পুণ্যের বিচার করে
শ্রেষ্ঠ বিচারক বিধাতা।
আবার কিছু বিচার তাঁর হুকুমে এই ভবসংসারে মানুষেই করে থাকে দিদি। যেমন– মৃত্যুদণ্ডের রায় "ফাঁসি"। এটাও মহান সৃষ্টিকর্তার হুকুমেই হয়, হচ্ছে এবং হবেও।
বাদ শ্রদ্ধেয় রিয়া দিদি।
আলবৎ।
সুন্দর মূল্যাবান মন্তব্য পাকাশ করায় কৃতজ্ঞতা পাকাশ করছি। আশা করি ভালো থাকবেন সবসময় ।
এসেছে একা যাবেও একা
সঙ্গের সাথী সততা,
পাপ পূণ্যের বিচার করে
শ্রেষ্ঠ বিচারক বিধাতা। সুন্দর প্রকাশ।
ধন্যবাদ শ্রদ্ধেয় রানু দিদি। আশা করি ভালো থাকবেন সবসময়।