তোমার আমার আসা যাওয়া

তোমার আমার আসা যাওয়া

আকাশের বিমর্ষতা মুছে যায় সোনালী আলোয়
পূর্ণিমার চাঁদ হারিয়ে যায় রাতের কালোয়
তারারা বলে যায় ফিরে আসার শপথ
সূর্যের ছটায় হাসে আবার জগত
তুমি যদি হও ভোরের সকাল
আলোয় ভরিও মনের ভাবনা
তুমি গেলে আমি আবার আসি
নিয়ে সাথে চাঁদের জোছনা।

কবিতায় ভরপুর ভাবনা
মুছে দেয় যত বেদনা
সুরের অপচয় নিবারক
কবিতায় শুধু পরিপূরক

তুমি যা মনে মনে বিশ্বাস কর,
তাতে আমারও তেমনি আস্থা
বিচ্ছিন্ন শব্দমালায় তোমারি মতন
আপন মনে গেয়ে যাই মনের গাথা
অবশেষে যেদিন হবে শেষ জীবনের খেলা
কাঁদবে না কিন্তু বলে রাখি তোমায় এই বেলা
তোমার কিছু নয়, আমারও কিছু নয় সবই অসার
শুধু তুমি আর আমি নিয়ে সৃষ্টির আদি রহস্য ভাবার।

10 thoughts on “তোমার আমার আসা যাওয়া

  1. 'তোমার কিছু নয়, আমারও কিছু নয় সবই অসার
    শুধু তুমি আর আমি নিয়ে সৃষ্টির আদি রহস্য ভাবার।'

    অসাধারণ কবিবন্ধু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অবশেষে যেদিন হবে শেষ জীবনের খেলা
    কাঁদবে না কিন্তু বলে রাখি তোমায় এই বেলা
    তোমার কিছু নয়, আমারও কিছু নয় সবই অসার
    শুধু তুমি আর আমি নিয়ে সৃষ্টির আদি রহস্য ভাবার।

    অসাধারণ হয়েছে কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. পাঠে সুখি হলাম কবি। এক সময় আপনার কবিতা নিয়মিত পড়তাম। এখন খুব কম।

    1. একটু অনিয়মে আছি ভাই । আবার নিয়মিত হব।

  4. সুন্দর কবিতা প্রিয় কবি বোন। ইদানীং আপনার লিখা পড়ি দেখা হয় কম। খুব ব্যস্ত আছেন ?

মন্তব্য প্রধান বন্ধ আছে।