আমার আকাশটা বড্ড শুকনো শুকনো
ঘোলাটে নীল নীল,
একটি দুটি মেঘ না থাকলে কি ভালো লাগে?
কিংবা একটি দুটি পাখি;
তোর আকাশে বড্ড মায়া
মেঘের মত ভেজা ভেজা,
তোর বুকের সবুজ পুকুরে অনেক শ্যাওলা
ভালোবাসায় যখন তখন ভেজাতে চাস আমাকে,
আরে বোকা মেয়ে!
সবুজ কি কখনো নীলকে ঢেকে দিতে পারে?
তবুও কেন এত ভালোবাসিস আমাকে?
কেন পাখি হয়ে উড়তে চাস আমার আকাশে!
ভালো করে চেয়ে দেখ
কোথাও মেঘ নেই আমার আকাশে।
"কেন পাখি হয়ে উড়তে চাস আমার আকাশে!
ভালো করে চেয়ে দেখ
কোথাও মেঘ নেই আমার আকাশে।"
অসাধারণ প্রাণছোঁয়া প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
ধন্যবাদ ভাই
দারুণ কবি জীবন বাবু।
ধন্যবাদ রিয়া
ওয়াও কবি যাযাবর ভাই।
ধন্যবাদ দাদা
চমৎকার অনুভব আর শব্দের জাদুমাখা প্রকাশ।