কি করে বলব তোমাকে
তুমি নীল গোলাপ হবে ?
স্বপ্ন গুলো রং ধনু প্রজাপতি ডানা হবে
কিম্বা তুমি লাল, নীল গোলাপ হলে —
স্বপ্ন গুলো রং ধনুর সাত রং প্রজাপতি ডানা মেলবে,
মনের সুখে আকাশ বুকে
তুমি কবিতা হবে ?
ছোট্ট ছোট্ট শব্দ গুলো ভাষা পাবে
নির্জন গোপনে কোন এক কবি লিখবে ;
নীল দীর্ঘশ্বাস ছুঁয়ে থাকবে
কবিতার খয়েরি মণির সবুজ চোখ,
প্রকৃতির হলুদ শহরে গাঢ় স্তব্ধতার
এক নির্জন সন্ধ্যা খসে খসে পড়বে,
মাধবীলতার স্বপ্ন কুঁড়ি চোখ মেলবে একটু একটু করে
রাত ধীরে ধীরে নিঃসঙ্গতার আঁচলে ডানা মেলবে
তুমি নীল ঘাস ফুল হবে ?
পথের দু’পাশে বিষন্ন প্রকৃতি পূর্ণতা পাবে,
প্রকৃতির সকল বিবর্ণতা মুছে যাবে
ঘাস ফুল তোমার ঠোঁটে –
নতুন ভোরের শিশির ভালবাসার নগ্নতায় স্বপ্ন আঁকবে !!
প্রতি সন্ধ্যায় আপনার লিখা যখন চোখের সামনে ভেসে ওঠে আমার কাছে ভালোই লাগে বোন হাসনাহেনা রানু। আপনি অপ্রতীম।
অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা কবি সৌমিত্র দাদা। আপনার লেখা গুলো ও
আমাকে মুগ্ধ করে প্রতিদিন।
ভোরের শিশির ভালবাসার স্বপ্ন আঁকবে। মুগ্ধ হলাম কবি রানু দি।
প্রীতিময় শুভেচ্ছা নিন কবি রিয়া দি''ভাই। আমি কৃতজ্ঞ।আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম আরও একবার।
সুন্দর কবিতা।
অনেক অনেক ধন্যবাদ কবি ভাইয়া সুমন আহমেদ।শুভ কামনা।
'পথের দু’পাশে বিষন্ন প্রকৃতি পূর্ণতা পাবে,
প্রকৃতির সকল বিবর্ণতা মুছে যাবে
ঘাস ফুল তোমার ঠোঁটে –
নতুন ভোরের শিশির ভালবাসার নগ্নতায় স্বপ্ন আঁকবে !!' গুড জব।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন কবি আজাদ ভাইয়া। শুভেচ্ছা নিন।
সুন্দর লিখা রানু আপা।
প্রীতিময় শুভেচ্ছা নিন কবি শাকিলা আপা।
মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম! খুবই ভালো লাগলো। তাই মুগ্ধতা রেখে গেলাম। শ্রদ্ধেয় কবি রানু দিদিকে অজস্র ধন্যবাদ ।
""পথের দু’পাশে বিষন্ন প্রকৃতি পূর্ণতা পাবে, প্রকৃতির সকল বিবর্ণতা মুছে যাবে ঘাস ফুল তোমার ঠোঁটে – নতুন ভোরের শিশির ভালবাসার নগ্নতায় স্বপ্ন আঁকবে !!"
স্বপ্ন দেখায় যে কবিতা , জীবন তো তারই অনুগত
শুভেচ্ছা আপু।
শেষ চরণগুলোয় মুগ্ধতা রেখে গেলাম!