কলম্বিয়ান কবি মারিও রিভেরোর কবিতা …

কবি মারিও রিভেরো ছিলেন একজন কলম্বিয়ান কবি। নানান রং ছড়িয়ে ছিলো তাঁর জীবনে। তিনি একাধারে ছিলেন কবি, সমালোচক, ট্যাঙ্গো গায়ক, এবং সাংবাদিক। তিনি ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৩ ই এপ্রিল ২০০৯ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তাঁর জীবনে তিনি দেশী, বিদেশী নানাবিধ পুরুষ্কারের পুরস্কৃত হয়েছেন। তাঁর বিখ্যাত পুরুষ্কারের মধ্যে হল :
National Poetry Prize Eduardo Cote Lamus. 1972
National Poetry Prize Jose Asuncion Silva. 2001

কলম্বিয়ান কবি মারিও রিভেরোর কবিতা …
অনুবাদ: রিয়া চক্রবর্তী

ব্যাথাকে ভালবেসো
সঞ্চয় যা করেছ তাতেই
শুদ্ধ হবে শব্দেরা
প্রতিদিন তোমাকে ফিরিয়ে
দেবে যা শুধুমাত্র তোমারই ছিলো …

দৃষ্টি হবে শুদ্ধতম
সামান্য ধুলোর কণা
মুছে যাবে আঘাতে আঘাতে
তোমাকে বিদ্ধ করে অনবরত…..

সৃষ্টি হবে মুক্তোদানার
তোমার হৃদয়ে
বিষাদে পরিপূর্ণ হবে যখন ….

23 thoughts on “কলম্বিয়ান কবি মারিও রিভেরোর কবিতা …

  1. রিয়াদি,
    শুভ সন্ধ্যা।

    অনুবাদ ভালোই হয়েছে। যদিও কবিতা আমি কম বুঝি।

    1. ধন্যবাদ নিজু মণ্ডল দা। আমার ব্লগে আপনাকে স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সুন্দর ঝরঝরে অনুবাদ প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. ভিন্ন ভাষা থেকে বাংলা অনুবাদে আপনার মুন্সিয়ানার তারিফ করতে হয়, শ্রদ্ধেয় রিয়া দিদি। আপনাকে অজস্র ধন্যবাদ। 

  4. অনুবাদ কাব্যের প্রতি আমার এক ধরনের দুর্বলতা রয়েছে। আমিও আগে কিছু অনুবাদের কাজ করেছিলাম ।

    চমৎকার অনুবাদ । শুভকামনা দিদিভাই ।                

    1. আপনার অনুবাদ কবিতার প্রতীক্ষায় রইলাম দিদি ভাই। প্রণাম। 

  5. অপূর্ব অনুবাদ রিয়া দি''ভাই, আপনি দেখছি অনুবাদেও চমৎকার পারদর্শী।

    মহান স্বাধীনতার শুভেচ্ছা দিদি ভাই। শুভেচ্ছা সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বাংলাদেশের মহান স্বাধীনতার শুভেচ্ছা আপনাকেও দিদি ভাই।

  6. মূল কবিতাটা পড়িনাই। অনুবাদ কাব্যে ভীষণ মুগ্ধ হয়েছি। 

    অসাধারণ, দিদি!

     

    1. শুভেচ্ছা মিড দা। লেখাটির স্প্যানিশ ভার্সন আমার কাছে রয়েছে। আমি খুজে নিয়ে দিচ্ছি। :)

    2. শুভেচ্ছা প্রিয় মিড দা। কিতাব সংস্করণ দিতে পেরেছি। ধন্যবাদ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  7. রিয়াদি, কিছু জিজ্ঞাসাঃ
    ১. এখানে মন্তব্যের প্রতিউত্তর করলে কি কোন নোটিফিকেশন পাওয়া যায়?/কেউ প্রতিউত্তর করলে বুঝবো কীভাবে?
    ২. “রেটিং করুন” অংশে কি আমি আমার পছন্দমত রেটিং করতে(৩/৪/৫ যে কোনটা) পারবো?
    ৩. এখানে, পুরাতন লেখায় কি মন্তব্য করা যায় না? কয়েকটা লেখা পড়লাম, ভালোলাগল কিন্তু মন্তব্য করতে পারলাম না।

    1. উত্তর :

      ১. এখানে মন্তব্যের প্রতিউত্তর করলে কোন নোটিফিকেশন পাওয়া যায় না।
      কোন টুংটাং শব্দ পাওয়া যায়না। তবে আপনার পোস্টের ভিতর দ্বিতীয় কলাম দেখতে পারেন।

      আর কেউ প্রতিউত্তর করলে প্রথম পাতায় ডানের তৃতীয় কলামে মন্তব্যের উত্তর দেখুন বাটনে ক্লিক করলে আপনি যেখানে মন্তব্য করেছেন, তার কি উত্তর আপনাকে দেয়া হয়েছে সব পেয়ে যাবেন।

      ২. “রেটিং করুন” অংশে আপনি আপনার পছন্দ অনুযায়ী ৩/৪/৫ যে কোন রেটিং করতে পারেন।
      ৩. এখানে ২৮ দিনের পুরাতন লেখায় স্বয়ংক্রিয় ভাবে মন্তব্য বন্ধ হয়ে যায়। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।