মুক্তি চাই, স্বাধীনতা নয়

মুক্তি চাই, স্বাধীনতা নয়

আমাদের চোখের সামনেই নিহত হচ্ছে শিশু গৃহকর্মী
আমাদের সাক্ষী রেখেই কেউ দখল করে নিচ্ছে-
নদী, নদীবন্দর এবং মালবাহী জাহাজ। কাপ্তানকে
বলছে; অন্য ঘাটে ভিড়াও নোঙর।
.
দখল হয়ে যাচ্ছে মাটি,পাথর, বৃক্ষ, বিষ্ঠা-
অনেক আগেই,
দখল হয়ে গিয়েছে ফুটপাত, যেখানে স্বাধীন
নিশ্বাস নিয়ে আমার প্রজন্মের হেঁটে যাওয়ার কথা ছিল।
.
ধর্ষিতা কিশোরী জানাতে পারছে না তার বিষাদ,
আর যেসব খুনি উল্লাস নৃত্য করতে করতে
ফুলের মালা গলায় নিয়ে বাড়ি ফিরছে জেলগেট থেকে,
তারা দেখাচ্ছে দাপট মাঠে ও মৈথুনে।
.
মানুষেরা ভুলে যাচ্ছে সুবিচার চাওয়ার প্রক্রিয়া
‘গ্রাম হবে শহর’ বলে জীর্ণ বাঁশঝাড়টিও
দখল করে নিচ্ছে নষ্ট রাজনীতিকের পালিত পুত্র
তাদের মেয়েরা চড়-থাপ্পড় মারছে,
দীন রিকশাশ্রমিকের গালে।
.
স্বাধীনতা নয়, বরং মুক্তি চাই –
চাই এমন অমানবিক বৈষম্যের অবসান
বলতে বলতে যে বাউল দোতরা বাজিয়ে গান গাইতেন,
আজ ছাব্বিশে মার্চে আততায়ীর হাতে নিহত
তার লাশ’টি খুঁজতে এসেছে তারই এতিম পুত্র
মাওয়া ফেরিঘাটে।
#
নিউইয়র্ক/ ২৬ মার্চ ২০১৯

6 thoughts on “মুক্তি চাই, স্বাধীনতা নয়

  1. স্বাধীনতা নয়, বরং মুক্তি চাই। মুক্তি চাই।

  2. শোষণ, অনাচার ও নিপীড়ন সংক্রান্ত ঘটনাগুলো বাস্তব। তবে, শিরোনামের সাথে দ্বিমত পোষণ করছি।

    স্বাধীনতা এবং মুক্তি দুটোই দরকার। তাইতো বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”

    এখন বর্তমান প্রেক্ষাপটে বলা যায়, স্বাধীনতা এসেছে মুক্তি আসেনি/মেলেনি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।