কলাছাল বটবৃক্ষের গোড়ায়
এক বটবৃক্ষের শাখা উপ-শাখা প্রশাখা
জুড়ে পাপ আর পাপ-
ঐ কলা গাছের হাজারও পুণ্যতা ভরা রাত,
তবে বেলতলা শুধু মাথাভাটার রাগ-
বড়ই গাছের উপরে মারনা ঢিল-
দেখ- কার কি যায় আসে;
তারপর ডালিম,বাদামীলেবুর চোখহীন লাজ!
তবুও এই বটবৃক্ষের সমাচীন পাপের কথা
কেউ ভাবে না-
তৈতুল তো চৈত্রের হাওয়াতে শুধু ঝরছে-
অতঃপর কাঁঠাল, আম রাখলো কই
পাপ পুণ্যের হিসাব !
কলাছাল শুধু বটবৃক্ষের গোড়ায়।
১৪ চৈত্র ১৪২৫, ২৮ মার্চ ১৯
——————————–
আপনার নীরিক্ষা মর্মী কবিতা গুলোন পড়তে ভালোই লাগে মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
খুব সুন্দর লিখেছেন।
জ্বি সাইদুর দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
বেশ হয়েছে কবি আলমগীর ভাই।
অভিনন্দন কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দাদা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————
শুভেচ্ছা কবিবাবু।
জ্বি রিয়া দিদি
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————
সুন্দর।
জ্বি তুবা আপু
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————
ভালো লাগলো। শুভকামনা ।
জ্বি রুকশানা আপু
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————
সুন্দর লিখেছেন কবি। শুভেচ্ছা নিন।