আমি সারারাত অন্ধকারে চেয়ে থাকি

তোর ইচ্ছেগুলো প্রখর সূর্য
আমি পুড়ে যাই বারে বারে,
সূর্যকে কি আর প্রতিহত করা যায়?
আলো বিলাতে;
তুই বড্ড আলো
চোখ ধাঁধানো;

আমার ইচ্ছের ডানা নেই পাখির মত
উড়ে এসে বসতে পারে না তোর বুকে,
তবুও তুই একতরফা আলো দিয়ে যাস
অন্ধকার ভালোবেসে,
আমার ইচ্ছেগুলো যদি চাঁদ হতো
ভালোবাসা হয়তো কিছু আলো পেতো;

আমার চাঁদনি হবি তুই?
ভালো না বেসে;
যাহ্‌! তা কি করে হয়?
চাঁদনির কি দেখা মেলে?
অমাবস্যা রাতে;

আচ্ছা! অন্ধকারে কি কবিতা লিখা যায়?
রাতের কলমে সূর্য কালি কোথায়?
তবুও তোর কথা ভাবতে গেলেই মন কবিতা হয়ে যায়
আর তোকে কবিতায় আঁকতে গেলেই
চোখ থেকে ঘুম হারায়,
আমি সারারাত অন্ধকারে চেয়ে থাকি
অন্ধকার চোখে।

💂‍

5 thoughts on “আমি সারারাত অন্ধকারে চেয়ে থাকি

  1. 'তোর কথা ভাবতে গেলেই মন কবিতা হয়ে যায়
    আর তোকে কবিতায় আঁকতে গেলেই
    চোখ থেকে ঘুম হারায়,
    আমি সারারাত অন্ধকারে চেয়ে থাকি
    অন্ধকার চোখে।' … ওয়াও ম্যান !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আমি সারারাত অন্ধকারে চেয়ে থাকি অন্ধকার চোখে। অনিন্দ্য সুন্দর অনুভব। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।