ফুল। মুখে হাসি। বুকে মধু।
মধুকর। মুখে বিষ। বুকে খিদে।
ফুল ডাকে। রঙিন ইশারায়।
মধুকর দিশা পায়। গুন গুন। খুন শোনায়।
হুলের প্রেমে ফুলের হাসি ঝরে। পাপড়ি বাসি হয়।
ফুল মরে। কষ্টরতির পরিণতিতে।
গাছ ফলবতী হয়।
ফুল। মুখে হাসি। বুকে মধু।
মধুকর। মুখে বিষ। বুকে খিদে।
ফুল ডাকে। রঙিন ইশারায়।
মধুকর দিশা পায়। গুন গুন। খুন শোনায়।
হুলের প্রেমে ফুলের হাসি ঝরে। পাপড়ি বাসি হয়।
ফুল মরে। কষ্টরতির পরিণতিতে।
গাছ ফলবতী হয়।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শব্দনীড়ে শততম পোস্টের অভিনন্দন মি. শংকর দেবনাথ।
একশটি পোস্ট হয়ে গেল। বাহ্।
অভিনন্দন প্রিয় কবি দা। শততম পোস্টে নিজেকে সম্পৃক্ত রাখাতে পারার উপার্জনও কম গৌরবের নয়।
ভালো লিখেছেন কবি শংকর ভাই।
ধীরে ধীরে ১০০টি পোস্ট হয়েই গেলো !! বাহ্। অভিনন্দন কবি শংকর দেবনাথ।
সুন্দর।
শততম পোস্ট এবং কাব্যদর্শনের জন্য অভিনন্দন ।
সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।
শততম পোস্টের জন্য প্রিয়কবিকে জানাই 100টি নীল কমলের শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!