হে প্রিয়পরম প্রভু

হে প্রিয়পরম প্রভু
লক্ষ্মণ ভাণ্ডারী

হে প্রিয়পরম প্রভু! তুমি ভগবান,
ভক্তিঅর্ঘ দিয়ে প্রভু জানাই প্রণাম।
তুমি রাম তুমি কৃষ্ণ জগতের সার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।

মানুষেরে ভালবেসে করিলে আপন,
পরম কারণ তুমি, তুমি নারায়ণ।
তুমি যে পরমপিতা পূজ্য সবাকার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু তুমি ভগবান,
তোমারে জানাই প্রভু সতত প্রণাম।
তুমি দেব তুমি গুরু হে প্রভু আমার!
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।

জীবনে চলার পথে তুমি ধ্রুবতারা,
চিরসুখী সেইজন দীক্ষা লভে যারা।
হে পরমপিতা তব মহিমা অপার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।

রাতুল চরণে তব থাকে যেন মতি,
প্রণাম জানাই প্রভু আমি তব প্রতি।
জ্বালাও জ্ঞানের দীপ নাশিয়া আঁধার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।

তুমি ধ্যান, তুমি জ্ঞান জগতের গুরু,
তোমার আশীষে মোর পথ চলা শুরু।
জপ নাম অবিরাম, নাম কর সার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

6 thoughts on “হে প্রিয়পরম প্রভু

  1. ভক্তি স্তুতিতে সামিল হলাম মি. ভাণ্ডারী। জগতের সবাই সুখি হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু তুমি ভগবান, তোমারে জানাই প্রভু সতত প্রণাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. ভক্তিগীতে ভালো লাগা রাখলাম কবি ভাণ্ডারী দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

  4. "তুমি ধ্যান, তুমি জ্ঞান জগতের গুরু, তোমার আশীষে মোর পথ চলা শুরু। জপ নাম অবিরাম, নাম কর সার, প্রণাম জানাই প্রভু চরণে তোমার।"

    মন ছুঁয়ে গেল ।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।