এক মন

এক মন

তোমার আকাশে আমি রাত জাগা
শুকতারা হয়ে ফুটে আছি শত বছর ধরে,
কখনও শঙ্খচিলের বেশে
ডানা মেলে উড়ে গেছি দূরের দেশে,
আমি আকাশের বুক থেকে তুলে নিতে পারি
চিল মেঘ ডানার এক মুঠো সোনালি স্বপ্ন কুসুম ;
আমি খসাতে পারি নীল আঁচল
জানি খুব কাছেই আছো তুমি
তবু মনে হয় কত দূরের !
চাপাবনে জ্যোৎস্না হয়ে ফুটেছো
রজনীগন্ধার ছড়ায় ছড়ায়,

আকাশ, সমুদ্র …
চাঁদের পাহাড় মেঘতিকা নীলিমার স্তরে
বাঁধা পড়ে আছে
যেনবা সীমাহীন নীল কষ্টের ঢেউ ক্রমাগত
দু’ হাতে ভাঙ্গছে,
এক কষ্ট সমুদ্র সাঁতরিয়ে আমি বিষাদের
পৃথিবী দেব পাড়ি,
আমি সাদা বরফের স্রোত ভাঙ্গছি দ্রুত ;

তুমি আকাশ নোনা সমুদ্র,
পৃথিবী পড়ছ আমার চোখের তারায় –
জান তো, পরশ পাথর ও গলতে চায়
ভালবাসার উত্তাপে,
কাল ছিল সাদা পূর্ণিমা রাত
আমার চোখ ভিজেছিল ধূসর মেঘের সাদা বৃষ্টিতে,
দৃষ্টি ছিল ঝাপসা কাঁপছিল থির থির !
তুমি মিছেই গোলাপ খোঁজ আমার মুখে
জান তো, কষ্টে জর্জরিত হয়ে এক ফালি
দুঃখরা আজ ও বেঁচে আছে
আমার চোখে — গোলাপ কাঁটা হয়ে,
এ চোখে আকাশ ঘুমায়,
আর কত রাত জেগে জেগে চাঁদ নীল আকাশকে পাহারা দেবে?

তোমার আকাশে আমি প্রেম সমুদ্র ভাসাব,
তুমি শ্রাবণ মেঘের জল ধারা হয়েছ আমার চোখে ।
আমি চেয়েছিলাম বৃষ্টি রাতের একটু ছোঁয়া,
সুখের নায়ে ভাসব বলে – তোমার হাতের ছায়ায় ঘেরা
একটু মায়া : ও দু’ টি হাত দাও না বাড়িয়ে
আমার তরে, আমি হৃদ মাঝারে বন্ধু হব তোমার শতবার ;
শতবাঁধা ছিঁড়ে চেয়েছি ব্যাকুল চোখের মায়ায় এক
পলক তোমায় দেখতে – হায় রে !

আমার দিন কাটে না রাত কাটে না…
ভাসছি আমি স্রোতের বিপরীতে
তুমি তৃষিত নিঃশ্বাসে, প্রশ্বাসের এক তৃষ্ণার্ত
নিবিড় মেঘ খণ্ড, কখনও শ্রাবণ মেঘে বৃষ্টি হয়ে ঝরো
কখনও নীল সমুদ্র হয়েই জুড়াও আমার মন,
অশান্ত ঢেউ ভাঙ্গো তুমি আমার সমুদ্র চোখে,
তুমি আছ আমার নিপাট দেহ পাঠের সারা মন জুড়ে; এক মন !

31.03.2019

18 thoughts on “এক মন

  1. কবিতাটি পড়লাম প্রিয় কবি হাসনাহেনা রানু। শুভ সকাল।
    সব ছাপিয়ে বোধনের যে পরিস্ফূটন এবং সারল্য আমাকে বেশী মুগ্ধ করেছে। যেমন …

    তুমি মিছেই গোলাপ খোঁজ আমার মুখে
    জান তো, কষ্টে জর্জরিত হয়ে এক ফালি
    দুঃখরা আজ ও বেঁচে আছে আমার চোখে — গোলাপ কাঁটা হয়ে,
    এ চোখে আকাশ ঘুমায়, আর কত রাত জেগে জেগে চাঁদ নীল আকাশকে পাহারা দেবে?

    'তুমি আছ আমার নিপাট দেহ পাঠের সারা মন জুড়ে; এক মন !' মহা স্বস্তি। :)

    1. অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।

      সুন্দর মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হলাম কবি আজাদ ভাইয়া। শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশা রোমান্টিক মনে হলো কবি আপু

    অনেক শুভ কামনা জানাই

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবি লিটন দাদা।শুভেচ্ছা সতত।

    1. অসংখ্য ধন্যবাদ সহ শুভ কামনা।কবি অর্ক দাদা ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. "তুমি মিছেই গোলাপ খোঁজ আমার মুখে জান তো, কষ্টে জর্জরিত হয়ে এক ফালি দুঃখরা আজ ও বেঁচে আছে আমার চোখে — গোলাপ কাঁটা হয়ে, এ চোখে আকাশ ঘুমায়,"

     

    দারুণ অনুভূতি। ভালো লাগলো।   

    1. সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি আপু।শুভেচ্ছা সতত।

    1. মুগ্ধ হলাম প্রিয় কবি রিয়া দি''ভাই।শুভেচ্ছা নিরন্তর।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. কবিতা আর প্রচ্ছদ ইলাস্ট্রেশন দুটোই সুন্দর হয়েছে।

    1. আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি সুমন আহমেদ।শুভ কামনা প্রতিনিয়ত।

    1. অনুপ্রেরণিত হলাম প্রিয় কবি আপু ।শুভ রাত্রি।

  5. তোমার আকাশে আমি প্রেম সমুদ্র ভাসাব,
    তুমি শ্রাবণ মেঘের জল ধারা হয়েছ আমার চোখে।

    বাহ্ কবিবোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রিয় কবি সৌমিত্র দাদা উৎসাহিত হলাম।শুভেচ্ছা অফুরন্ত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. তোমার আকাশে আমি রাত জাগা
    শুকতারা হয়ে ফুটে আছি শত বছর ধরে,
    কখনও শঙ্খচিলের বেশে
    ডানা মেলে উড়ে গেছি দূরের দেশে,

    মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। সত্যি অপূর্ব!  শ্রদ্ধেয় প্রিয় কবি হাসনাহেনা দিদিকে শুভেচ্ছা। 

    1. প্রিয় কবি নিতাই দাদা আপনার সুন্দর মন্তব্য প্রকাশে আমিও মুগ্ধ হলাম।শুভ কামনা আপনার জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।