অজয়ের ঘাটে বেলা পড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের ঘাটে বেলা পড়ে
নামে সাঁঝের আঁধার,
পাখিরা সব বাসায় ফেরে
দীপ জ্বলে চারিধার।
শাঁখ বাজিয়ে ধূপ জ্বালিয়ে
গাঁয়ের নতুন বধূ,
তুলসী তলায় প্রদীপ জ্বালায়
প্রণাম করে শুধু।
আকাশ পারে উঠলো দেখি
দূরে সাঁঝের তারা,
চাঁদ উঠেছে বাঁশ বাগানে
ঝরে জোছনার ধারা।
অজয় ঘাটে নৌকা বেঁধে
মাঝি চলে গেছে ঘরে,
জোছনা রাশি করছে খেলা
অজয় নদীর চরে।
রাত ফুরালো সকাল হলো
উঠলো অরুণ রবি,
অজয় চরে কিরণ ঝরে
দেখি যে নতুন ছবি।
চমৎকার লাগল কবি দা
অপরূপ সুন্দর আমাদের অজয়ের ঘাট। অজয় যেন আমাদের প্রাণ।
যাবোই যাবো অজয়ের ঘাটে। অভিনন্দন কবি ভাণ্ডারী দা।
খুব সুন্দর কবিতা প্রিয় কবি দা।
অজয়ের ঘাট আমাদের কাছে সুপরিচিত করে তুলেছেন কবি। শুভকামনা।
প্রকৃতির অপরূপ বর্ণনা।