এক উজান ভরা ঘাট
ভি আর ডাবলু দুয়ের সম্পর্ক আকাশ মাটির গভীরে
বাতাস উড়ে নিয়ে যায় শূন্য মেঘের ভাবনার রাত;
তারপর লিপীপিকা বিরবির করে দেহের সংগোপনে-
আর মাকড়সা জাল বুনায় আত্মরক্ষার কৌশলে,
তবুও ভি ও ডাবলু হেঁটে চলে বর্ণনীল মুখ দর্শনে-
অথচ ঠোঁটের বিজলিবাতি পুড়ায় কষ্ট বিরল মাঠ;
অতঃপর তোমরা শিখ ভি ও ডাবলুর উজান ভরা ঘাট।
১৯ চৈত্র ১৪২৫, ০২ এপ্রিল ১৯
——————————–
এ্যাট্রাক্টিভ ক্রিয়েশন বাউল কবি মি. আলমগীর সরকার। গুড লাক।
ভি আর ডাবলু বুঝি নাই কবি লিটন ভাই। কোন জাহাজের কি সলিল সমাধি !!
ভাল ব্যতিক্রমী কবিতা। সামান্য খোলাশা করে লেখা যেত না কি কবিবাবু !!
কবিতাটি অনেক রহস্য ময় হয়ে উঠেছে।
কবিতা পড়লাম কবি আলমগীর ভাই।