আজ ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’

আজ ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দিনটি পালন করা হয় নীল রঙের পোশাক পরে।

‘অটিজম’ বা ‘অটিস্টিক’ শব্দটার সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। অনেক পরিবার বা ব্যক্তি আছেন যাঁরা অটিজম বা অটিস্টিক শব্দটির সঙ্গে তখন পরিচিত হয়েছেন যখন তাঁরা জানতে পারেন যে তাঁদের পরিবারে বা তাঁদের কাছাকাছি কেউ এই অটিজম সমস্যায় ভুগছেন। অনেকে এটাকে রোগ বলে অভিহিত করেন। প্রকৃতপক্ষে অটিজম কোনো রোগ নয়। স্বাভাবিক শিশুর মতো দেখতে হলেও কথা বলতে গেলেই কেবল বোঝা যায় তারা অটিজমে আক্রান্ত। অটিজম বংশগত বা মানসিক রোগ নয়, এটা স্নায়ুগত বা মনোবিকাশজনিত সমস্যা। এ সমস্যাকে ইংরেজিতে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বলে।

বিশেষজ্ঞদের মতে, অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্ক বিকাশজনিত সমস্যা। শিশুর জন্মের প্রথম তিন বছরের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়। অটিজম এমন একটি বিকাশজনিত সমস্যা, আক্রান্ত ব্যক্তির অন্য মানুষ বা বিষয়ের প্রতি কোনো আগ্রহ থাকে না বললেই চলে। অটিস্টিক শিশু মানে বোকা বা অমেধাবী নয়। অটিস্টিক শিশুরা স্কুল-কলেজ এমনকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সফলতা অর্জন করার যোগ্যতা রাখে। বিখ্যাত সংগীতশিল্পী লেডি হাক এবং ডারিল হান্না, কার্টুন ছবির আবিষ্কারক সাতসি তাহেরিসহ বহু বিখ্যাত ব্যক্তি অটিস্টিক ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। তাঁদের সফলতায় অটিজম কোনো বাধা হতে পারেনি। অটিস্টিক শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন প্রশিক্ষণ, সহযোগিতা ও সহমর্মিতা।

ভালো থাকুক পৃথিবীর সব শিশুরা …
বিশ্বজয় করুক ….

16 thoughts on “আজ ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’

  1. ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস।'

    ভালো থাকুক পৃথিবীর সব শিশুরা …
    বিশ্বজয় করুক …. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

    1. জ্বী বন্ধু এমনটাই যেন হয়। ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমাদের ভালোবাসা থাক ওদের জন্য। শুভকামনা রাখি কবি রিয়া। 

    1. আমাদের ভালোবাসা থাক ওদের জন্য। ধন্যবাদ। নিশ্চয়ই তুবা দি।

  3. ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’। সকল প্রতিবন্ধীদের জন্য আমাদের ভালোবাসা।

    1. সকল প্রতিবন্ধীদের জন্য আমাদের ভালোবাসা। শুভেচ্ছা কবি সুমন আহমেদ।

  4. আটিজম নিয়ে আগে তেমন কোনও ধারণা আমার ছিল না, শ্রদ্ধেয় রিয়া দিদি। আপনার পোস্ট পড়ে এখন ক্লিয়ার হলাম। আপনার জন্য শুভেচ্ছা শুভকামনা ।

    1. অটিজম বা অটিস্টিক শব্দটার সঙ্গে এখন আমরা সবাই কম-বেশি পরিচিত। ধন্যবাদ প্রিয় কবি দা।

  5. আমার একটা দুঃখজনক অভিজ্ঞতা আছে এক অটিস্টিক শিশু ও তার মাকে ঘিরে। ক'বছর আগে লিখেওছিলাম অন্য আরেক ব্লগে। আপনার লেখাটা পড়ে খুব ইচ্ছে করলো, এখানে পোস্ট করি। কিন্ত দুর্ভাগ্য যে, সেই ব্লগ সাইটটি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে। আমার নিজস্ব ইন্টারনেটে সাইটটি দেখায় না, কিন্ত অন্য আরেক জায়গার ওয়াই ফাই সংযোগে দেখা যায়। এরপর ওখানে গেলে ওটা সংগ্রহ করবো। ওই ছোলেটি খুব সম্ভবত বেশি মাত্রায় অটিজম আক্রান্ত ছিলো। আগামীতে কখনও নিশ্চয়ই পোস্ট করবো। ঈশ্বরের আগে কার চলে বলুন। কী প্রয়োজন শিশুদের অটিস্টিক করে পাঠানো!

    অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো। আরেকটু যদি দুশেকটি তথ্য যোগ করতেন, ভালো হতো কিম্বা অটিস্টিক শিশুদের অভিভাবকদের করনীয় নিয়ে আরেকটু বিস্তারিত…। 

    যা লিখেছেন তাও বড় কম কিছু নয়।           

    আবারও শুভেচ্ছা জানাই।         

    1. এতদসংক্রান্ত বিষয়ে পোস্ট দিন অর্ক দা। মানুষ সচেতন হোক। আমাদের ভুল ভেঙ্গে যাক। আমরা যেন আরও সহনশীল হই। আমার এই পোস্ট আরও খানিকটা বিশদ করতে চেয়েছিলাম, সময় আর ব্যস্ততায় পারিনি। যেহেতু দিবসের বিষয়টি মাথায় ছিলো, তাই সীমিত থেকেছি। আপনি লিখুন প্লিজ।

  6. ভালো থাকুক পৃথিবীর সব শিশুরা…

    বিশ্ব জয় করুক….

    খুব সুন্দর লিখেছেন কবি রিয়া দি।শুভ সকাল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. এ বিশ্ব শিশুর বাসযোগ্য হোক-
    এই হোক আমার, আপনার, আমাদের সবাকার অঙ্গীকার।

    লেখিকাকে শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।