আঁধার হয়ে এসেছে দিন
মেঘের মন খারাপ
বৃষ্টি হয়ে কাঁদছে
দিন হয়েছে রাত
দুপুরে সূর্য নেই
পাখি নেই আকাশে
মেঘের মন খারাপ
নীল বলব কাকে?
ডালের ফাঁকে ফাঁকে
পাখির দল গুটিসুটি
কাক ভেজা কাকগুলোকে
আকাশ দিয়েছে ছুটি
কোথায় সূর্য আজ?
কোথায় রৌদ্র আলো?
দুপুরের আজ মন খারাপ
বেলা সেজেছে কালো
ঝুমঝুম ঝুম বৃষ্টি
গান শোনায় কাকে?
মেঘগুলো আমায় ভিজতে
হাতছানি ডাক ডাকে
মেঘগুলো ভেসে বেড়ায় নীলে
আমি তাদের পাখি বলে ডাকি
আমার আকাশে ওড়াউড়ি করে
ধরতে গেলেই ফাঁকি
দিন আঁধার হয়েছে আজ
মেঘের মন খারাপ
আকাশে কাঁদছে মেঘ
আমার মন হয়েছে রাত।
দিন আঁধার হয়েছে আজ
মেঘের মন খারাপ
আকাশে কাঁদছে মেঘ
আমার মন হয়েছে রাত। ___ এখন পর্যন্ত কি সকাল হলো প্রিয় নির্বাসনের মানুষ !!
আজকের কবিতাও অনেক সুন্দর হয়েছে কবি যাযাবর ভাই।
শুভেচ্ছা কবি জীবন বাবু।
গতকাল এমনই এক দুর্গতিতে পতিত হয়েছিলাম। মিলে গেলো।