অণুগল্পঃ যন্ত্রণা বুঝে আসে?

অণুগল্পঃ যন্ত্রণা বুঝে আসে?

– কি বাল লিখবো?

হৃদয়ের ইনবক্সে শিহাবের ম্যাসেজ। দুই ভ্রুর মাঝে কুঁচকে থাকা চামড়ায় বিরক্তির কাঁপন, অনুভবে ভিতরের শিহাবকেও তিরতির করে কাঁপায়।

কি-বোর্ডে প্রজাপতি নেচে যায়.. শুরু হয় কথা, একার সাথে একা।
– সংযত হয়ে কথা বলো।
– তুই বল! ব্যাটা পাকনা কোথাকার।
ভিতরের শিহাবকে জানায় বাইরের চামার শিহাব।

এভাবেই কেটে যায় অশুভ সময়। মহাকালের বুকে এক চরম অসামাজিক তার পরম বৈরী সময়ে, হৃদয়ে হিমু আর মিসির আলীকে নিয়ে জীবনের পথ পাড়ি দিতে যায়। জীবনের পাতায় পাতায় রঙ এর খেলা! একজন খেলে চলে.. দিনদিন প্রতিদিন।

হৃদয়ে বসন্ত বেলা, থেমে থেমে চলে খেলা। জীবন বড্ড একঘেঁয়ে এখন। সে যেন বিধবার সাদা শাড়ির অদৃশ্য রঙিন আঁচলে ছুঁয়ে থাকা এক কুহকী প্রহর। অণুক্ষণ বিবর্ণ জ্বালা! ইদানিং জীবন কখনো সধবার বুকের রঙিন চাদর তো অধিক সময় বিবর্ণতায় ভেসে বেড়ানো নীল শালুক!

ধান্ধাবাজীর জীবন, প্যারায় প্যারায় লুকোনো এক মারা খাওয়ার জীবন। নিজের ভিতরের মি. হাইড আর ড. জেকিলের অণুক্ষণ সংঘর্ষে বয়ে চলে জীবন। আহ জীবন।

দুইয়ে মিলে এক হবার যন্ত্রণা কারো বুঝে আসে?

– বাল বুঝে আসে।

চামার শিহাবের চামারসুলভ মন্তব্যে ভিতরের শিহাব কষ্ট পায়। এক ভ্রষ্ট সময়ে নিজের নষ্ট জীবনে একজন শিহাব, ভিতরের লেখক এবং সাংবাদিকের নিরন্তর সংগ্রামের ভিতর দিয়ে মানুষ হয়ে উঠতে চেষ্টা করে।

কোথায় মানুষ?

#মামুনের_অণুগল্প

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

10 thoughts on “অণুগল্পঃ যন্ত্রণা বুঝে আসে?

  1. ধান্ধাবাজীর জীবনে প্যারায় প্যারায় লুকোনো সব বিবর্ণ জ্বালা যন্ত্রণা। মানুষ নেই কোথাও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ ভাইয়া। নিরন্তর ভালোবাসায় ডুবে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শিহাব থাকলে মুরুব্বী ভাইয়ের মতো যে কোন গল্প আমারও ভালো লাগে মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আপনার অনুভব আমারও অনেক ভালো লাগলো প্রিয় কবি দাদা। অনেক অনেক ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার জন্যও নিরন্তর শুভেচ্ছা দিদি। ভালো থাকুন।

      অনেক ধন্যবাদ দিদি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু। ভালো থাকুন সবসম।  শুভেচ্ছা.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

  3. হৃদয়ে বসন্ত বেলা, থেমে থেমে চলে খেলা। জীবন বড্ড একঘেঁয়ে এখন। সুন্দর একটি কবিতার চরণ হয়ে গেছে মামুন ভাই। শব্দনীড়ে আজকাল তেমন সিরিয়াস নন বুঝলাম কয়েকদিন ব্লগিং করে। কেন জানিনা।

    1. আমাকে সকাল থেকে অনেক রাত অবধি দুইটি উপজেলায় প্রায় ২৯টি ইউনিয়নে দৌঁড়াতে হয়। সাংবাদিকতা পেশা আমার। সাভার এবং ধামরাই এই দুই উপজেলার দায়িত্ব আমার একার।  এজন্য আমার সময় খুবই কম।

      এজন্য শব্দনীড়ে ঢুকতে পারি না। তবে এটা কোনো অজুহাত নায় জানি। ইনশা আল্লাহ সময় বের করে সিরিয়াস হবার আশা রাখি।

      অনেক ধন্যবাদ ও ভালোবাসা ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।