বাসনা বাঁশির সুর
কতটা বয়স শুধু স্রোতময় খুব হচ্ছে করছে
বাসনা বাঁশির সুর বাজাতে- ঐ চাঁদের সাথে-
যদিও সে অনেক দূর -দূরান্তে-
এই জলধারায় নেমে আসবে চাঁদ!
দেখো সুরেলা মাটির ক্লান্ত দেহ অবসানের
ধূসর গন্ধ মুখর করেছে রঙিন!
দেখো সবুজ মাঠ ভরা সোনালী ফসল
আজও আইল পাথারে অপেক্ষমান-
শুধু তোমার আলোকিত কণ্ঠ শুনবে তাই
অতএব বাসনা বাঁশির সুর বাজাতে চাই।
২০ চৈত্র ১৪২৫, ০৩ এপ্রিল ১৯
———————————-
দেখো সুরেলা মাটির ক্লান্ত দেহ অবসানের
ধূসর গন্ধ মুখর করেছে রঙিন!
আপনার লিখা একটু্আলাদা ঘরানার হলেও পড়তে মন্দ লাগে না মি. সরকার।
বাসনা বাঁশির সুর বাজাতে- ঐ চাঁদের সাথে-
যদিও সে অনেক দূর -দূরান্তে- >>> বাহ্ কবি লিটন ভাই।
আপনার জন্য শুভকামনা প্রিয় কবিবাবু।
সুন্দর।
শুভেচ্ছা কবি আলমগীর ভাই। লেখায় একটু সিরিয়াস হোন। আপনি দক্ষ মানুষ।