সোনালী চোখ

কতদিন পর দেখা ?
খন্তি দাঁতে দ্রুত পলায়ন
পামের খড়ের পশমিত সুখ ।
গাঢ় অন্ধকারে গুমোট শ্বাস বিমূর্ত ছায়ার ।

দেখেই বা কী লাভ ?
ব্যর্থ হলো সব আয়োজন ।
তীর্থের কাক,অশ্রু টলমল ।
সোনালী চোখ খু্ঁজে এক টুকরো মৃত্যুর ।

মোবাইল ছবি

০৩/০৪/১৮

9 thoughts on “সোনালী চোখ

  1. লেখার সাথে একই লেখার ইমেজ কেন ব্যবহৃত হলো বুঝতে পারলাম না।
    শুভেচ্ছা কবি দা। :)

    1. আসলে লেখাটি ইমেজেে যেমন আছে তেমন

      করে প্রকাশ করার ইচ্ছে তাই এটা করা শ্রদ্ধেয়,,

      কৃতজ্ঞতা জানবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif       

  2. ভালোবাসা ভালোবাসা কবি সুজন হোসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. অভিনন্দন প্রিয় কবি। চলুক কাব্যের প্রয়াস। :)

  4. শব্দনীড়ে আপনার ইমেজ এর মতো লিখা প্রকাশ সম্ভব নয়। শব্দনীড় ফরমেট হচ্ছে জাস্টিফায়েড এবং অক্ষর গুলো সব সময় বামে চেপে থাকবে। ধন্যবাদ কবি সুজন ভাই। 

  5. অণুর আকারে লেখাটি বেশ অর্থবহ  । শুভেচ্ছা আপনাকে  ।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।