কথা মরে যায় তবু কবিতার মত
চেয়ে থাকে চোখ –
জেগে থাকে সুরের আবিল-
ছেয়ে থাকে ঘুমের মতন কিছু
স্মৃতি-
মনের মাস্তুল থেকে
শব্দ পোড়া ধোঁয়া ঘণীভূত প্রেমে
নিঃশব্দে সাজায় ঘর-
গর্ভধারণের মত গর্ব ধারণ করে
অসীমার হাত মহাকাশ খোঁজে
আর নীরবতা ফুল হয়ে
কস্তূরী ছড়ায় মনময়-
কথা মরে গেলে
শব্দহীন অন্ধকারে নক্ষত্র জন্মায়…
কথা মরে গেলে
শব্দহীন অন্ধকারে নক্ষত্র জন্মায়… অমোঘ সত্য মনে করি মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ
ভালো লিখেছেন মনে করি।
ধন্যবাদ
ছোট কথায় সুন্দর কাব্যময়তা শংকর দা।
ধন্যবাদ
সুন্দর হয়েছে কবি দা।
ধন্যবাদ
কথা মরে গেলে
শব্দহীন অন্ধকারে নক্ষত্র জন্মায় মন ছুঁয়ে
গেলো ,, শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ
কবিতাটি পড়লাম।
ধন্যবাদ
"কথা মরে গেলে
শব্দহীন অন্ধকারে নক্ষত্র জন্মায়…"
এর চেয়ে গভীর অনুভব আর কি হতে পারে !
ধন্যবাদ