ঘরে ফিরা

ফুটপাত, ধুলাবালি।
ব্যস্ত নগরীর কোলাহল। পিছনে ফেলে ঘরে ফিরা।

ফিরে আসার সাঁঝ। শিমুল গাছ।
ঢুস দাঁড়িয়ে ভাঙ্গা সাঁকো।
বাঁকা পথ পেরুলেই উঠোন। লাউ মাঁচা।

চেনা ডাকে স্থির চোখ। চৌকাঠ মাড়িয়ে আসা।
তৃষিত চোখের তৃষ্ণা মিটিয়ে শুধু চেয়ে থাকা।

ম্লান মুখ,সিক্ত চোখ।
পৃথিবী ভুলে,অজান্তেই জড়িয়ে কাঁদা “মা-মা” বলে।

০৪/০৪/১৯

12 thoughts on “ঘরে ফিরা

  1. মুগ্ধ হয়ে পড়লাম। দারুণ চিত্রকল্প এবং তা প্রানবন্ত করতে অসাধারণ সেটিংস!

    সবমিলে খুব ভালো লেগেছে!

    1. অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif     

  2. কবিতার ফ্রেমওয়ার্ক ভালো হয়েছে প্রিয় কবি মি. সুজন হোসাইন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  3. কবিতাটি পড়ে ফেরা আর ফিরা শব্দটির মধ্যে কতটুকু পার্থক্য মাথায় ঘুরছিলো। শেষতক মনে হলো ফিরা শব্দটিও মন্দ নয়। শুভেচ্ছা রইলো আপনার জন্য। 

    1. সুন্দর মন্তব্যে আমিও কিছু শিখলাম শ্রদ্ধেয়, ,,

      অশেষ শ্রদ্ধা জানবেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

  4. পূর্ণমানের কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দা।

    1. অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif     

মন্তব্য প্রধান বন্ধ আছে।