জীবনের জন্য পঙ্ক্তিমালা – আট

|বলো কোথায় যাবো বন্ধু|

চার দেয়ালের শক্ত কাঠামোতে
বন্দী ক্লান্ত শ্রান্ত প্রাণ;
কখনো নক্ষত্র দেখি নাকো-
করি নাকো জোস্নায় স্নান।
জানালা খুললেই-
ইটের পর ইট;
দরজা খুললেই-
ভিটের পর ভিট;
পা বাড়ালেই-
কংক্রিটের পর কংক্রিট।
চোখ ফেরালেই-
চারিদিকে তপ্ত হাওয়া ধু-ধু,
ইট পাথরের এই শহরে
বলো কোথায় যাবো বন্ধু!

/ড. মোঃ সফি উদ্দীন

9 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – আট

  1. জীবনের জন্য পঙ্ক্তিমালা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ কবি ড. মোঃ সফি উদ্দীন। আশা করবো ভালো আছেন। শুভ দিন। :)

  2. সিরিজ কবিতার একক শিরোনাম ঠিক থাকলেও এপিসোডের শিরোনাম আলাদা। শুভেচ্ছা জানবেন। 

  3. কবিতার যে সুর ছন্দ সহসা চোখে পড়ে না, মগ্ন পাঠে ঠিকই সামনে চলে আসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. দারুণ কবি সফি ভাই। অভিনন্দন রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।