|বলো কোথায় যাবো বন্ধু|
চার দেয়ালের শক্ত কাঠামোতে
বন্দী ক্লান্ত শ্রান্ত প্রাণ;
কখনো নক্ষত্র দেখি নাকো-
করি নাকো জোস্নায় স্নান।
জানালা খুললেই-
ইটের পর ইট;
দরজা খুললেই-
ভিটের পর ভিট;
পা বাড়ালেই-
কংক্রিটের পর কংক্রিট।
চোখ ফেরালেই-
চারিদিকে তপ্ত হাওয়া ধু-ধু,
ইট পাথরের এই শহরে
বলো কোথায় যাবো বন্ধু!
/ড. মোঃ সফি উদ্দীন
জীবনের জন্য পঙ্ক্তিমালা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ কবি ড. মোঃ সফি উদ্দীন। আশা করবো ভালো আছেন। শুভ দিন।
Thanks Azad Bhai.
সিরিজ কবিতার একক শিরোনাম ঠিক থাকলেও এপিসোডের শিরোনাম আলাদা। শুভেচ্ছা জানবেন।
কবিতার যে সুর ছন্দ সহসা চোখে পড়ে না, মগ্ন পাঠে ঠিকই সামনে চলে আসে।
Thanks for continuous appreciation.
সুন্দর লিখেছেন কবিতাটি।
Thank you very much.
দারুণ কবি সফি ভাই। অভিনন্দন রইলো।
Thanks for reading and comment