তোমার বাড়ি আকাশ পাড়ি –
স্বর্গের রঙ মাখা,
আমার বাড়ির নষ্ট দু’চাল
কষ্ট দিয়ে ঢাকা।
তোমার পথে আলোর ঝালর,
ফুলের হাসাহাসি,
আমার পথে অমার প্রেতে
জমায় নাচানাচি।
তোমার বুকে সুখের নদী
ছলাৎ ছলাৎ করে,
আমার বুকে ধুকপুকিয়ে
ছোট্ট নদী মরে।
তোমার চোখে স্বপ্নকাজল
ছায়ার আঁচল মেলে,
আমার চোখে সু-ধার ক্ষুধা
আগুন আগুন খেলে।
তবু আমার নেই অভিমান,
কষ্ট এবং দ্বেষও,
হাত বাড়িয়েই দাঁড়িয়ে আছি,
বন্ধু হবে? এসো!
চমৎকার লিখেছেন,, ,অনেক ভালো লাগলো, ,,
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
ধন্যবাদ
নির্মেদ বন্ধুত্বের আবাহন। অশেষ শুভকামনা মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ
আমার কাছে আপনার আন্তরিকতা ভাল লেগেছে প্রিয় কবি দা।
ধন্যবাদ
সুন্দর ছড়া পদ্য। আপনার কবিতা বা পদ্য এতোটাই সাবলীল যে আমার কাছে অদ্ভুদ লাগে। কিভাবে লেখেন !!
ধন্যবাদ
আলোকিত লিখা। অভিনন্দন কবি।
ধন্যবাদ
স্বাগত জানাই কবি শংকর দা।
ধন্যবাদ