জীবন্ত লাশের মর্গ

আজকে সময়ের মতোই সময়ও চলে যাচ্ছে
কপালের চৌকাঠেও ব্যর্থতারা খেলা করেছে ,
স্বপ্নবাজের স্বপ্নরা সব কোণঠাসা হয়ে গেছে
আর মনোবলও ভাটির দিকেই ছুটে চলেছে ৷

এসমাজ আজ যেন এক জীবন্ত লাশের মর্গ
সমাজপতিরা গড়ে মাদক আর সন্ত্রাসের দুর্গ ,
বুদ্ধিহীন করছে টকশো তাতে কত যুক্তিতর্ক
অথচ কতশত বেকার চাকুরী কোঠাতে ব্যর্থ ৷

ব্যর্থতার যত দায়ভার সবটা কপালকে দিয়ে
অর্জিত সার্টিফিকেটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ,
জীবনের শেষ প্রান্তে আজকে আছি দাঁড়িয়ে
তবু আশাহত আশাগুলো সবই রাখি জিইয়ে ৷

এ সমাজ আজকে যেন পরিত্যাক্ত ডাস্টবিন
কর্পোরেট লোকেজনই নোংরা করে রাতদিন ,
আর আমজনতা তা সাফাই করছে প্রতিদিন
তবু কর্পোরেট মানুষরাই ভদ্র সাজে চিরদিন ৷

দুঃস্বপ্নের ভীরে স্বপ্নেরা আজও হারিয়ে যায়
কষ্টগুলো জড়িয়ে আছে যেন পরম মমতায়
জীবনও তার সব লেনদেনই বুঝে নিতে চায়
ভালোবাসা আর বিশ্বাস নিয়েই মরেতে চায় ৷

13 thoughts on “জীবন্ত লাশের মর্গ

  1. বাস্তবতা নিয়ে চমৎকার কবিতা লিখেছেন, 

    শুভেচ্ছা জানবেন    

  2. দুঃস্বপ্নের ভীরে স্বপ্নেরা আজও হারিয়ে যায়
    কষ্টগুলো জড়িয়ে আছে যেন পরম মমতায়। :(

  3. কবির কবিতায় বাস্তবতা প্রকাশ পেয়েছে। শ্রদ্ধেয় কবিকে ধন্যবাদ ।

  4. কবিতার দৃশ্যপট চেনা হলেও মন খারাপ হলো কবি মোস্তাক ভাই। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।