বৃষ্টির দিন

বৃষ্টির দিন, ঘর বন্ধি শিকল পায়।
জানালার গ্রীলে বৃষ্টি ঝরে নির্ঝরে।
রবীন্দ্র, নজরুল,
মৌনতা সংগীত,
টিভির সিরিয়াল,
অসহ্য ওষ্ঠাগত এক ঘেঁয়েমি জীবন।

দিগন্ত পিয়াসী মাঠ, ভিজে যায় ঘাস।
গাছেদের গায়ে সবুজের দ্বীপ,
চেনা মুখ ভেসে যায় দূর শহরে জলের সুরে।

বৃষ্টির দিন, মৌনতা মনে নিশ্চুপ ঘরে
স্মৃতির আলপনা আঁকা বিরহ তটে।

বৃষ্টির দিন, বর্ষার জল ধারে দিগন্ত পারে
বৃষ্টি ঝরে মনের মাটিতে।
কালো মেঘে ফেলে ছায়া, দিগন্ত পারাপার।
ডোবা চাঁদ লুকানো আলোই মধ্যস্থ আঁখি।

বৃষ্টির দিন, লাউ মাঁচায় লতানো ফুল,
ভিজে যায় অঙ্কুরিত স্বপ্ন,
বর্ষা জল ধারে
ভাঙনের সুরে
বাদামী আকাশের মাঠে। জীবনের ভাঙ্গা
ডাক বাক্সে স্মৃতি থাকে বৃষ্টির জল খামে।

16 thoughts on “বৃষ্টির দিন

  1. "দিগন্ত পিয়াসী মাঠ, ভিজে যায় ঘাস।
    গাছেদের গায়ে সবুজের দ্বীপ,
    চেনা মুখ ভেসে যায় দূর শহরে জলের সুরে।"

    সুন্দর কবিতা উপহার মি. সুজন হোসাইন। ধন্যবাদ।

    1. অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন স্যার,,      

  2. স্মৃতির আলপনা আঁকা বিরহ তটে। সরল কাব্য গাঁথা।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি ভাইয়াhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

  3. অনেক সুন্দর একটি কবিতা পড়লাম। কবিকে শুভেচ্ছা। 

    1. কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

  4. বৃষ্টির দিনের দারুণ একটা ছবি চোখে ভাসলো; এর ভাবার্থ অন্তর ভরে নিলাম!

    মুগ্ধ হলাম! 

    1. কৃতজ্ঞতা শ্রদ্ধেয় কবি ,,,

      শুভেচ্ছা জানবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif   

    1. এই তো শ্রদ্ধেয় কবি ভাইয়া,,সারাদিন ব্যস্ত থাকতে হয় অফিসের কাজে,রাতে যা সময় পাই তাতেই আসি,    ,,শুভেচ্ছা জানবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।