আমি চাড়াল নই!
চাড়াল বলে আজ তুমি
করছো যাকে হেলা,
চাড়ালের বানানো খাদ্য খেয়ে
কাটছে তোমার বেলা।
মিষ্টি বলো দধি বলে
যতো সুস্বাদু খাবার,
হিন্দু চাড়াল সবই বানায়
বাদ আছে কী আর?
চাড়াল নাপিতের সেলুন ঘরে
কাটছো সুন্নতের দাড়ি,
চাড়াল মুচির জুতো পড়ে
করছো কতো ঘুরাঘুরি।
চাড়াল যুগীর কাপড় দিয়ে
করছো দাফন কাফন,
চাড়াল তাঁতির বানানো বস্ত্রে
লজ্জা করছো নিবারণ।
ডাক্তার চাড়ালের চিকিৎসা সেবায়
বাঁচে তোমার আপনজন,
চাড়াল শিক্ষকের শিক্ষায় তুমি
দেশ ও দশের গুণীজন।
চাড়াল কাঠমিস্ত্রির বানানো ঘরে
থাকো জীবন ভরে,
চাড়াল মিস্ত্রির বানানো ঘাটে
ঘুমাও কেমন করে?
চাড়াল কুমারের বানানে হাড়িতে
ভাত রেঁধে খাও!
চাড়াল জেলের মাছ খেয়ে
শরীরের বল বাড়াও?
চাড়াল মাঝির নৌকা চড়ে
নদী পারাপার হও,
চাড়াল গৃহস্থের চাল ডালে
সবাই জীবন বাঁচাও!
চাড়াল কামার বানায় অস্ত্র
দা বটি তলোয়ার,
চাড়াল বেটার পণ্য কিনে
প্রিয়জনকে দাও উপহার।
তবু বলো চাড়াল চাড়াল
করো কতো ঘৃণা,
চাড়াল দেশে না থাকলে
তুমি বাঁচবে কিনা?
চাড়াল তো জাত নয়
ব্যবহারে চাড়াল হয়!
চাড়াল কোনও ধর্মও নয়
তবু কেন চাড়াল কয়?
চাড়াল তো জাত নয়
ব্যবহারে চাড়াল হয়!
চাড়াল কোনও ধর্মও নয়
তবু কেন চাড়াল কয়?
চমৎকার লিখেছেন,,, মুগ্ধ হলাম,,, শুভ সকাল
শ্রদ্ধেয় কবি
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম, শ্রদ্ধেয় কবি দাদা। শুভকামনা সবসময়।
জাত ভেদের সময় এখন আর তেমন ভাবে আছে কিনা জানিনা, তবে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার বৈশিষ্ট এখনও আছে এবং থাকবে। পেশা রয়ে যায় অভ্যাস আর রক্তে। ধন্যবাদ মি. নিতাই বাবু।
অনুপ্রেরণা দানে চিরকৃতজ্ঞ । তাই কৃতজ্ঞচিত্তে অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।
বেশ ছন্দময় কবি দা
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।
দারুণ ছন্দে খুব সত্য একটা বিষয় কবিতাটিতে ওঠে এসেছে!
মুগ্ধ হয়েছি!
আপনার মুগ্ধতায় আমি ধন্য। আশা করি ভালো তহাকবেন শ্রদ্ধেয় কবি।
চাড়াল বলে আজ তুমি
করছো যাকে হেলা,
চাড়ালের বানানো খাদ্য খেয়ে
কাটছে তোমার বেলা।
অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সুমন দাদা। আশা করি ভালো থাকবেন।
চাড়াল তো জাত নয়, ব্যবহারে চাড়াল হয়!
চাড়াল কোনও ধর্মও নয়, তবু কেন চাড়াল কয়?
আমরা এভাবে আর বলতে চাই না কবি নিতাই বাবু। সাম্যের জয় হোক।
জয় হোক মানবতার। দূর হোক হিংসা অহংকার। মুক্ত হোক মানুষের মন।
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা।
আমরা মানুষ আর মানুষ আমাদের পরিচয়।
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি।
সমাজে আমরা একে অন্যের পরিপূরক প্রিয় কবি নিতাই দা।
জয় হোক মানবতার। দূর হোক হিংসা অহংকার।
শুভকামনা রইল শ্রদ্ধেয় রিয়া দিদি।
এই সমাজে এখন আমরা সবাই একে অন্যের উপর নির্ভরশীল। এখন আর কেউ জাত — পাত দেখে না।কর্ম গুনে নিজের পরিচয় ফুটে উঠবে। ছন্দে ছন্দে দারুণ সৃষ্টি। চমৎকার প্রকাশ।